১৩ বছর পর ভূমিকা চাওলার কামব্যাক

মনে পড়ে ১৩ বছর আগের ‘তেরে নাম’ সুন্দরীকে। সলমন খানের বিপরীতে ওই ছবিতে বড়পর্দায় এক মিষ্টি নায়িকাকে দেখেছিলেন দর্শক। তিনি ভূমিকা চাওলা। কিন্তু, কোথায় হারিয়ে গেলেন তিনি? সিলভার স্ক্রিনে তো বটেই, ফিল্মি পার্টিতেও এক রকম ভ্যানিশ হয়ে গিয়েছিলেন ভূমিকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ১২:০২
Share:

মনে পড়ে ১৩ বছর আগের ‘তেরে নাম’ সুন্দরীকে। সলমন খানের বিপরীতে ওই ছবিতে বড়পর্দায় এক মিষ্টি নায়িকাকে দেখেছিলেন দর্শক। তিনি ভূমিকা চাওলা। কিন্তু, কোথায় হারিয়ে গেলেন তিনি? সিলভার স্ক্রিনে তো বটেই, ফিল্মি পার্টিতেও এক রকম ভ্যানিশ হয়ে গিয়েছিলেন ভূমিকা।

Advertisement

এটা ঠিক যে, ২০০৭-এর পর আর বলিউড দেখেনি ভূমিকাকে। কিন্তু দক্ষিণী ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন নায়িকা। কিন্তু, ফের তিনি ফিরছেন বি-টাউনে। ছবির নাম ‘লভ ইউ আলিয়া’। আগামী মাসেই মুক্তি পেতে পারে ছবিটি। সূত্রের খবর, সানি লিওনও এই ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করছেন।

এত দিন পর বলি টাউনে ফিরে কেমন লাগছে তাঁর? ভূমিকার কথায়, ‘‘আমার চরিত্রটি খুব পাওয়ারফুল। আর যে ভাবে লেখা হয়েছে, তাতে আমি খুব খুশি। আমার কেরিয়ারে এর আগে এমন চরিত্রের অফার পাইনি। এতে সোশ্যাল মেসেজও রয়েছে। আমার মনে হয়, দর্শকরাও এই ছবি খুব পছন্দ করবেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement