হৃতিককে নিয়ে কোরিওগ্রাফার রেমোর অ্যাকশন ছবি

কোরিওগ্রাফারদের ‘ড্রিম ডান্সার’ বলে যদি বলিউডে কেউ থাকেন, তা হলে নিশ্চিন্তে সেই তকমার দাবিদার হতে পারেন বলিউডের ‘গ্রিক গড’। তবে হৃতিক রোশনকে ভারতীয় ক্ল্যাসিকাল ডান্স করতে এখনও দেখা যায়নি কোনও ছবিতে। সে দিক থেকে আবার এক ধাপ এগিয়ে আছেন ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত নেনে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ০০:০৩
Share:

মাধুরী দীক্ষিক নেনে, রেমো ডিসুজা আর হৃতিক রোশন।

কোরিওগ্রাফারদের ‘ড্রিম ডান্সার’ বলে যদি বলিউডে কেউ থাকেন, তা হলে নিশ্চিন্তে সেই তকমার দাবিদার হতে পারেন বলিউডের ‘গ্রিক গড’। তবে হৃতিক রোশনকে ভারতীয় ক্ল্যাসিকাল ডান্স করতে এখনও দেখা যায়নি কোনও ছবিতে। সে দিক থেকে আবার এক ধাপ এগিয়ে আছেন ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত নেনে। এমনই দু’জন ডান্সারকে নিয়ে আগামী দিনে ছবি করার স্বপ্ন দেখেন বলিউডের কোরিওগ্রাফার-পরিচালক রেমো ডিসুজা। তাঁর ‘পারসোনাল ফেভারিট’ প্রভুদেবাকে নিয়ে ‘এবিসিডি’ ছবি করার পর ছবির সিক্যুয়েলও প্রায় মুক্তির পথে। কিন্তু এখানেই থেমে থাকতে চান না রেমো।

Advertisement

আগামী দিনে রজনীকান্ত ও বিগ বি-র মতো সিনিয়র অ্যাক্টরদেরও নিজের তালে ‘নাচাতে’ চান তিনি। হৃতিক রোশনকে নিয়ে তো আস্ত একটা ‘পিরিয়ড ড্রামা’ করার ইচ্ছা প্রকাশ করেছেন রেমো। তাঁর এই ‘ড্রিম প্রোজেক্ট’ বেশ বড়সড় আকারের হবে বলে জানা গিয়েছে। তাই তিনি সম্পূর্ণভাবে ‘এবিসিডি ২’-এর সাফল্যের উপর নির্ভর করছেন।

শোনা যাচ্ছে, রেমোর সেই ছবিতে হৃতিকের বিপরীতে থাকবেন কোনও হলিউড সুন্দরী। এবং কোরিওগ্রাফার পরিচালিত হলেও সেই ছবি হবে পুরোপুরি অ্যাকশন-প্যাক্ট, জানিয়েছেন রেমো ডিসুজা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement