National News

এফটিআইআইয়ের নয়া প্রধান হচ্ছেন অনুপম

জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা, ৬২ বছর বয়সী অনুপম দীর্ঘ দিন কাজ করেছেন হিন্দি চলচ্চিত্র ও মঞ্চে। তিনি ফিল্ম সেন্সর বোর্ড ও ন্যাশনাল স্কুল অফ ড্রামারও প্রধান ছিলেন এক সময়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৭ ১৬:০৮
Share:

অনুপম খের।- ফাইল চিত্র।

দেশের শীর্ষ চলচ্চিত্র প্রশিক্ষণ কেন্দ্র ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই)-র নয়া প্রধান হচ্ছেন জনপ্রিয় অভিনেতা অনুপম খের। এফটিআইয়ের প্রধান টেলিভিশন তারকা গজেন্দ্র চৌহানের স্থলাভিষিক্ত হবেন অনুপম। চৌহান এফটিআইয়ের প্রধান হওয়ার পর তুমুল ছাত্রবিক্ষোভ হয়েছিল গত বছর।

Advertisement

জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা, ৬২ বছর বয়সী অনুপম দীর্ঘ দিন কাজ করেছেন হিন্দি চলচ্চিত্র ও মঞ্চে। তিনি ফিল্ম সেন্সর বোর্ড ও ন্যাশনাল স্কুল অফ ড্রামারও প্রধান ছিলেন এক সময়।

আরও পড়ুন- অমিতাভকে কী স্পেশাল গিফট দিল আরাধ্যা?​

Advertisement

আরও পড়ুন- ১৮ বছরের নীচে স্ত্রীর সঙ্গে যৌন মিলন ধর্ষণ, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট​

এ ব্যাপারে সরকারি বিজ্ঞপ্তি জারির পর অনুপমের স্ত্রী বিজেপি সাংসদ কিরণ খের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘‘এই পদটিতে বসার যথেষ্টই যোগ্যতা রয়েছে ওঁর (অনুপম)। আমি খুব খুশি। মোদীজী আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ স্মৃতি ইরানিকেও।’’

টেলিভিশন তারকা গজেন্দ্র চৌহান এফটিআইয়ের প্রধানের দায়িত্ব পাওয়ার পর তুমুল ছাত্রবিক্ষোভ হয়েছিল গত বছর। ছাত্রদের বক্তব্য ছিল, অভিনেতা হিসেবে তেমন খ্যাতিমান নন চৌহান। তাঁর অভিনয়ের যেটুকু সুখ্যাতি, তা ওই টেলিভিশনে ‘মহাভারত’ সিরিয়ালে যুধিষ্ঠিরের চরিত্রে অভিনয়ের জন্য। ছাত্ররা চৌহানের ইস্তফার দাবিতে মাসের পর মাস ক্লাস বয়কট করেছিলেন। তবে ছাত্রবিক্ষোভের পরেও তাঁর পদ থেকে ইস্তফা দিতে রাজি হননি চৌহান।

অনুপমের নতুন পদপ্রাপ্তির খবর আসার পর সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে বুধবার চৌহান বলেন, ‘‘আমাকে সরানো হয়নি। মার্চেই আমার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন