নিখোঁজ স্বামীকে খুঁজছেন রিচা চাড্ডা!

তাঁর স্বামী হারিয়ে গিয়েছেন। বহুদিন ধরে তিনি নিখোঁজ। তাঁকেই খুঁজতে এ বার মাঠে নামলেন রিচা চাড্ডা। নিখোঁজ স্বামীর খোঁজে বিভিন্ন জায়গায় পোস্টারও দিচ্ছেন অভিনেত্রী। সেই ছবি আবার সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ১৪:১৩
Share:

তাঁর স্বামী হারিয়ে গিয়েছেন। বহুদিন ধরে তিনি নিখোঁজ। তাঁকেই খুঁজতে এ বার মাঠে নামলেন রিচা চাড্ডা। নিখোঁজ স্বামীর খোঁজে বিভিন্ন জায়গায় পোস্টারও দিচ্ছেন অভিনেত্রী। সেই ছবি আবার সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন। যেখানে দেখা যাচ্ছে, সাধারণ সালোয়ার পরা রিচার পিঠে বাঁধা রয়েছে তাঁর শিশু। প্রতিবেশীদের বাড়ির দেওয়ালে স্বামীর ছবি দেওয়া পোস্টার দিচ্ছেন তিনি। তাতে রয়েছে নিখোঁজ স্বামীকে খুঁজে দেওয়ার আর্জি।

Advertisement

আরও পড়ুন, প্রকাশ্যে চুমু খেলেন রণদীপ-রিচা!

এতক্ষণ আপনি যা পড়লেন তার সবটাই সত্যি। তবে এই ঘটনা রিয়েল লাইফের নয়, বরং রিল লাইফের। ওমঙ্গ কুমার পরিচালিত আসন্ন ছবি ‘সর্বজিত্’-এর নয়া পোস্টার এটি। এই ছবিতে সর্বজিতের স্ত্রী সুখপ্রীত কউরের ভূমিকায় অভিনয় করছেন রিচা। সেখানেই মিসিং হাজব্যান্ডের জন্য দেওয়ালে পোস্টার দিচ্ছেন নায়িকা। ছবিতে সর্বজিতের বোন দলবীর কউরের ভূমিকায় অভিনয় করছেন ঐশ্বর্যা রাই বচ্চন। আগামী ১৯ মে মুক্তি পেতে পারে ছবিটি।

Advertisement


এই সেই নতুন পোস্টার। ছবি: ইন্সটাগ্রামের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement