রণবীর-ঋদ্ধিমার সম্পর্ক কেমন? ছবি: সংগৃহীত।
ঋষি কপূরের দুই ছেলেমেয়ে রণবীর কপূর ও ঋদ্ধিমা কপূর। ছোটবেলা থেকেই শান্ত রণবীর। সেই তুলনায় চঞ্চল ঋদ্ধিমা। একটা সময় ভাইয়ের সঙ্গে দূরত্ব তৈরি হলেও পরিস্থিত ফের কাছাকাছি নিয়ে আসে ভাইবোনকে।
দু’জনের মধ্যে বয়সের পার্থক্য দু’বছরের। ছোটবেলায় আর পাঁচটা ভাইবোনের মতো সম্পর্ক ছিল তাঁদের। পরে বিদেশে পড়তে চলে যান রণবীর। অন্য দিকে, বেশ অল্প বয়সে বিয়ে হয়ে যায় ঋদ্ধিমার। ফলে বেশ কিছুটা দূরত্ব আসে ভাইবোনের মধ্যে। ঋদ্ধিমার কথায়,‘‘আর পাঁচটা ভাইবোনের মতোই আমাদের সম্পর্ক ছিল। আমরা ঝগড়া করেছি, মারপিট করেছি। মা-বাবার বকুনি থেকে একে অপরকে বাঁচিয়েছি। কখনও আবার একে অন্যের গোপন কথা লুকিয়ে রেখেছি। কিন্তু বাবাকে হারানোর পর থেকে আমরা একে অপরের কাছে এসেছি। সম্পর্ক আরও নিবিড় হয়েছে।’’ যদিও ঋদ্ধিমা জানান, তাঁরা দু’জনেই পরিবারকে সবার আগে প্রাধান্য দেন। তবে রণবীর অনেকটা শান্ত। কিন্তু তিনি বেশ চঞ্চল।