দীপিকা-ক্যাটরিনার সঙ্গে ছেলের সম্পর্ক নিয়ে কী বললেন ঋষি কপূর?

দীপিকা-রণবীরের সম্পর্ক ভেঙে গিয়েছে বহু দিন। রণবীর-ক্যাটরিনার সম্পর্কও আর টিকে নেই। আপাতত একা রণবীর কপূর। রণবীরের এই দু’টি সম্পর্কের ভাঙা-গড়া মিলিয়ে কেটে গিয়েছে অনেকগুলি দিন। কিন্তু ছেলের সম্পর্ক নিয়ে এর আগে কখনও প্রকাশ্যে তেমন মুখ খোলেননি ঋষি কপূর। সম্প্রতি রণবীরের লভ লাইফ নিয়ে নিজের মতামত প্রকাশ্যে আনলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মে ২০১৬ ১২:২০
Share:

দীপিকা-রণবীরের সম্পর্ক ভেঙে গিয়েছে বহু দিন। রণবীর-ক্যাটরিনার সম্পর্কও আর টিকে নেই। আপাতত একা রণবীর কপূর। রণবীরের এই দু’টি সম্পর্কের ভাঙা-গড়া মিলিয়ে কেটে গিয়েছে অনেকগুলি দিন। কিন্তু ছেলের সম্পর্ক নিয়ে এর আগে কখনও প্রকাশ্যে তেমন মুখ খোলেননি ঋষি কপূর। সম্প্রতি রণবীরের লভ লাইফ নিয়ে নিজের মতামত প্রকাশ্যে আনলেন তিনি।
বলিউডের একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে ঋষি বলেন, “এ যাবত রণবীরের দু’টি সম্পর্কই তাঁর দুই সহকর্মীর সঙ্গে। এ নিয়ে আমাদের (তাঁর এবং নিতুর) কোনও অসুবিধে নেই। এটা একেবারেই ওঁর (রণবীরের) ব্যক্তিগত ব্যাপার যে কাকে ও নিজের স্ত্রী হিসেবে, গার্ল ফ্রেন্ড হিসেবে বা সহকর্মী হিসেবে পাশে পেতে চায়। ও যাকে খুশি বিয়ে করতে পারে। তবে আমরা একজন পুত্রবধূ পেলেই খুশি।”
ছেলের দু’টি সম্পর্ক বলতে ঋষি অবশ্যই দীপিকা আর ক্যাটরিনার কথাই বলেছেন। কিন্তু পুত্রবধূ হিসেবে ঋষি-নিতুর পছন্দের পাত্রী কেউ আছে নাকি? খোলসা করেননি ঋষি!

Advertisement

আরও পড়ুন...
টম ক্রুজের বিপরীতে দীপিকা!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement