‘মহানায়িকা’ বৃত্তান্ত

নবাগত পরিচালক সৈকত ভকত তাঁর প্রথম ছবি ‘মহানায়িকা’-র নামভূমিকায় বেছে নিলেন ঋতুপর্ণা সেনগুপ্তকে। ছবির নাম শুনেই মনে হতে পারে, এ ছবি সুচিত্রা সেনের বায়োপিক না হয়ে যায় না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ০০:০০
Share:

নবাগত পরিচালক সৈকত ভকত তাঁর প্রথম ছবি ‘মহানায়িকা’-র নামভূমিকায় বেছে নিলেন ঋতুপর্ণা সেনগুপ্তকে। ছবির নাম শুনেই মনে হতে পারে, এ ছবি সুচিত্রা সেনের বায়োপিক না হয়ে যায় না। কিন্তু পরিচালকের মতে, ‘মহানায়িকা’-র কেন্দ্রীয় চরিত্র শকুন্তলা-র সঙ্গে যেমন মিসেস সেনের জীবনের মিল রয়েছে, তেমনই এই চরিত্রের মধ্যে খুঁজে পাওয়া যেতেই পারে মেরিলিন মনরো অথবা সোফিয়া লোরেনকেও। সৈকত আরও জানিয়েছেন, এই ছবির জন্য সুচিত্রা সেনের জীবনীকারদের শরণাপন্ন হননি তিনি। প্রথমে এই ছবির নাম ঠিক হয়েছিল ‘নায়িকা’, পরে তা বদলে ‘মহানায়িকা’ রাখা হয়েছে। এই ছবিতে ঋতুপর্ণার সঙ্গে অভিনয়ে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং সাহেব ভট্টাচার্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement