ফের ইন্দ্রনীলের পরিচালনায় ঋত্বিক

ছবির নাম চূড়ান্ত না হলেও ‘মায়ার জঞ্জাল’ ওয়র্কিং টাইটেলেই শুরু হয়েছে ছবির শুটিং। থাকছে ইংরেজি নামও— ‘ডেবরি অব ডিজ়ায়ার’। পরিচালক জানালেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের পঞ্চাশের দশকের প্রেক্ষাপটে লেখা দু’টি গল্পকে আধুনিক সময়ের প্রেক্ষাপটে উপস্থাপন করা হচ্ছে। 

Advertisement

স্বর্ণাভ দেব

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৮ ০০:০০
Share:

অপি ও ঋত্বিক

বেশ কিছু জটিলতার কারণে মাঝে অনিশ্চিত হয়ে পড়েছিল ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি ছবির ভবিষ্যৎ। সমস্ত জটিলতা কাটিয়ে ফের শুটিং ফ্লোরে যৌথ প্রযোজনার ছবি। পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী জানালেন, দীর্ঘদিন বন্ধ থাকার পরে বাংলাদেশের একটি প্রযোজনা সংস্থার সঙ্গে জুটি বেঁধে নতুন ছবির কাজ শুরু করলেন তিনি।

Advertisement

আর এই ছবিতে দর্শক পাবেন এক নতুন জুটি। ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী অপি করিম। ছবির নাম চূড়ান্ত না হলেও ‘মায়ার জঞ্জাল’ ওয়র্কিং টাইটেলেই শুরু হয়েছে ছবির শুটিং। থাকছে ইংরেজি নামও— ‘ডেবরি অব ডিজ়ায়ার’। পরিচালক জানালেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের পঞ্চাশের দশকের প্রেক্ষাপটে লেখা দু’টি গল্পকে আধুনিক সময়ের প্রেক্ষাপটে উপস্থাপন করা হচ্ছে।

ছবিতে ঋত্বিক-অপির চরিত্রের নাম চাঁদু ও সোমা। কারখানা বন্ধ হওয়ার পরে হতোদ্যম হয়ে পড়ে চাঁদু। কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে এটিএম-এর নিরাপত্তারক্ষীর কাজ শুরু করে। পরিস্থিতির চাপে বাধ্য হয়ে তার স্ত্রী সোমা কাজ নেয় একটি আবাসনে। সেখানে থাকতেও শুরু করে। চাঁদু বুঝতে পারে, অবিলম্বে জীবনে কোনও উলটপুরাণ না ঘটলে সোমা ফিরে আসবে না। ইন্দ্রনীলের সঙ্গে এর আগেও কাজ করেছেন ঋত্বিক। তিনি বললেন, ‘‘এই নিয়ে কবিদার (ইন্দ্রনীল) সঙ্গে তিন নম্বর কাজ করছি। অবশ্য আমাদের একটা অসমাপ্ত কাজও রয়েছে। ওঁর কাজের ধরন বেশ আকর্ষক। পাশাপাশি এই ছবির স্ক্রিপ্ট যে ভাবে তৈরি করা হয়েছে, সেটাও আমার কাছে নতুন।’’ অন্য দিকে দীর্ঘ ১৩ বছর পরে সিনেমায় ফিরছেন অভিনেত্রী অপি করিম। জানালেন, পরিচালক কী চান, তা খুব ভাল ভাবে বুঝিয়ে দেন। আর এত দিন পরে শুটিং ফ্লোরে প্রত্যাবর্তন, তা-ও আবার ভিন দেশে। অভিজ্ঞতা কেমন? ‘‘এখানে কাজ করতে খুব ভাল লাগছে। স্ক্রিপ্ট তো বটেই, সঙ্গে ঋত্বিকের মতো অভিনেতার বিপরীতে কাজ করতে পেরে খুব আনন্দ হচ্ছে,’’ বললেন অপি।

Advertisement

অন্য গল্পটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বাংলাদেশের সোহেল রানা ও চান্দ্রেয়ী ঘোষ। তাঁদের চরিত্রের নাম সত্য ও বিউটি। বিউটি এক জন যৌনকর্মী। বাংলাদেশ থেকে এ দেশে তাকে পাচার করা হয়েছে। সত্য রাজারহাটের সিন্ডিকেটের নিচুতলার কর্মী। দু’জনের অসম প্রেমের গল্প তুলে ধরেছেন পরিচালক।

ছবিতে দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ব্রাত্য বসু ও পরাণ বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন