Deepika Padukone

দীপিকার বোন অনিশা পাড়ুকোন হার্ভার্ডের স্নাতক, হবু বরের পড়াশোনা কতদূর?

দীপিকার বোন অনিশা তিনটে বিষয়ে স্নাতক। এ ছাড়াও হার্ভার্ড থেকে পড়াশোনা করেছেন। তাঁর হবু স্বামীর শিক্ষাগত যোগ্যতা কতটা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ২০:৫১
Share:

দীপিকার বোনের হবু স্বামী রোহন আচার্যর শিক্ষাগত যোগ্যতা কতদূর? ছবি: সংগৃহীত।

পাড়ুকোন পরিবারে খুশি খবর, খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন দীপিকা পাড়ুকোনের ছোট বোন অনিশা পাড়ুকোন। খ্যাতনামী ব্যাডমিন্টন খেলোয়ার প্রকাশ পাড়ুকোনের দুই মেয়ে দীপিকা ও অনিশা। বড় জামাই রণবীর সিংহ ব্যবসায়ী পরিবারের ছেলে, পেশায় অভিনেতা। হবু ছোট জামাইও নাকি ব্যবসায়ী পরিবারের ছেলে। তাঁর পড়াশোনা কতদূর? দীপিকার বোন তিনটে বিষয়ে স্নাতক। এ ছাড়াও হার্ভার্ড থেকে পড়াশোনা করেছেন।

Advertisement

৩৪ বছরের অনিশা দিদি দীপিকার নয়নের মণি। মনস্তত্ত্ব, অর্থনীতি ও সমাজতত্ত্ব— এই তিনটি বিষয়ে স্নাতক। তার পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে একটি ম্যানেজমেন্টের ডিগ্রিও আছে তাঁর। এই মুহূর্তে তিনি দিদি দীপিকার মানসিক স্বাস্থ্যের উন্নতির স্বার্থে তৈরি সংস্থা ‘লভ, লিভ, লাফ’-এর কর্ণধার। দীপিকার সংস্থার হয়ে অর্থ সংগ্রহ, সংস্থার প্রচার কৌশল নির্ণয় থেকে সংস্থার উন্নতির স্বার্থে নানা ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান তিনি।

অনিশার হবু স্বামী রোহন আচার্য সমাজমাধ্যমে খুব সক্রিয় নন। যদিও বলিউডের বড় বড় তারকা তাঁকে সমাজমাধ্যমে অনুসরণ করেন। বায়ো-তে লেখা আছে ‘গ্লোবাল সিটিজ়েন’। ছোটবেলা থেকেই দুবাইয়ে থাকেন রোহন। অনিশার মতো অত ডিগ্রি না থাকলেও রোহন কিংসটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। এই মুহূর্তে দুবাইয়ে পারিবারিক ব্যবসার দায়িত্ব নিয়েছেন। এ ছাড়াও ব্লুগ্রাউন্ড সংস্থার নাকি বিপণন আধিকারিক। রোহনের মায়ের বাবা-মা ছিলেন পরিচালক বাসু ভট্টাচার্য ও রিঙ্কি ভট্টাচার্য। দিদিমা রিঙ্কি আবার খ্যাতনামী পরিচালক বিমল রায়ের কন্যা। সেই সূত্রের অনিশার শ্বশুরবাড়ির দিকে বাঙালি যোগও রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement