Roja

নিয়ম ভেঙে পুজোতে সব রকমের খাবার খেলেন রোজা

ষষ্ঠীর দিন পর্যন্ত শুটিংয়ে ব্যস্ত থাকলেও তার পর থেকেই চুটিয়ে আনন্দ করেছেন তিনি। নবমীতেও সেই উচ্ছ্বাস একই রকম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৮ ১৫:৪৫
Share:

মডেলিংয়ে দীর্ঘ কেরিয়ারের পর অভিনয় জগতেও ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন রোজা। চলতি পুজো তাঁর কাছে খুব স্পেশ্যাল। কারণ পুজোর আগেই মুক্তি পেয়েছে অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ‘হইচই আনলিমিটেড’। আর সেখানেই অভিনয় করেছেন রোজা।

Advertisement

ষষ্ঠীর দিন পর্যন্ত শুটিংয়ে ব্যস্ত থাকলেও তার পর থেকেই চুটিয়ে আনন্দ করেছেন তিনি। নবমীতেও সেই উচ্ছ্বাস একই রকম। রোজার কথায়, ‘‘এ বার পুজোয় প্রথমেই আমার কাছে ইমপর্ট্যান্ট হল হইচই। আমাদের ফিল্ম। সকলে হইহই করে দেখছেন। তার পর হল খাওয়া। সব রকম খাবার খাচ্ছি। আর অনেক সাজগোজ করেছি।’’

শুধু সাজ এবং খাওয়া নয়, সুযোগ পেলেই ঢাকের তালে নাচতেও চান রোজা। পুজোর শেষ দিনে রোজা বললেন, ‘‘বড়দের আমার প্রণাম। ছোটদের আমার ভালবাসা।’’

Advertisement

দেখুন ভিডিয়ো

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা - বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে। )

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement