ওয়াহিদার জন্য রিনাদিকে ধন্যবাদ: রূপা গঙ্গোপাধ্যায়

এ আমার বিরাট সৌভাগ্য যে, শ্রীমতী ওয়াহিদা রহমানের সঙ্গে কাজ করার সুযোগ হলো আমার, এ সুযোগটাও করে দিলেন তেমনই একজন অভিনেত্রী এবং বিখ্যাত পরিচালক অপর্ণা সেন। যতই তাঁকে আমরা আদর করে রিনা'দি ডাকার সাহস এবং সুযোগ পাইনা কেন ,যতই তিনি তাঁর স্নেহের হাত আমার উপর রাখেননা কেন , তা সত্তেও অপর্ণা সেন কিন্তু অপর্ণা সেন।

Advertisement
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৫ ১৭:৩৫
Share:

ছবি: ফেসবুকের সৌজন্যে।

নিজের ফেসবুকে ওয়াহিদা রহমান এবং অপর্ণা সেনকে নিয়ে লিখলেন রূপা।

Advertisement

‘‘এ আমার বিরাট সৌভাগ্য যে, শ্রীমতী ওয়াহিদা রহমানের সঙ্গে কাজ করার সুযোগ হলো আমার, এ সুযোগটাও করে দিলেন তেমনই একজন অভিনেত্রী এবং বিখ্যাত পরিচালক অপর্ণা সেন। যতই তাঁকে আমরা আদর করে রিনা'দি ডাকার সাহস এবং সুযোগ পাইনা কেন ,যতই তিনি তাঁর স্নেহের হাত আমার উপর রাখেননা কেন , তা সত্তেও অপর্ণা সেন কিন্তু অপর্ণা সেন। আমি একজন সামান্য অভিনেত্রী হিসেবে এইটুকুই বলতে পারি ,যদি কোনো অভিনেতা অভিনেত্রীর সুযোগ হয় অপর্ণা সেনের সঙ্গে তাঁর ছবিতে অভিনয় করার, সে যেন সেই সুযোগ হাতছাড়া না করে। পরিচালক অপর্ণা সেনের কাছ থেকে তাঁর পরিচালনার ছবি বা তাঁর সঙ্গে কাজ করার একটা বা দুটো সিনও যেকোনো অভিনেতা অভিনেত্রীকে এমন একটা অভিজ্ঞতা দিতে পারে যা অকল্পনীয়। পরের প্রজন্মকে আমার ছোট্ট একটা এডভাইস, রিনাদি যদি ডাকে, কোনো প্রশ্ন করোনা, কোনো দাবী-দাওয়া রেখোনা ,এককথায় হ্যাঁ বলে দিও। জীবনের অনেক পাওয়া এই অপর্ণা সেনের কাছ থেকে। অভিনয়ের যদি সামান্য কিছুও শিখে থাকি আজকে, তার বিশাল অঙ্কের credit goes to our very very dear Rina di.. Thanks Rina di.’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন