ডকু ফিচারে সচিন

মাস্টার ব্লাস্টারকে একেবারে অন্য রূপে দেখা গেল ডকু ফিল্ম ‘সচিন: আ বিলিয়ন ড্রিমস’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে। যে দিন প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ১৯৯০ সালে, সে দিনই প্রথম বুঝতে পেরেছিলেন সাংবাদিক সম্মেলন কাকে বলে।

Advertisement

শ্রাবন্তী চক্রবর্তী

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ০০:৪২
Share:

মাস্টার ব্লাস্টারকে একেবারে অন্য রূপে দেখা গেল ডকু ফিল্ম ‘সচিন: আ বিলিয়ন ড্রিমস’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে। যে দিন প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ১৯৯০ সালে, সে দিনই প্রথম বুঝতে পেরেছিলেন সাংবাদিক সম্মেলন কাকে বলে। ‘‘ক্যামেরার সামনে এভাবে আসব কোনও দিন ভাবিনি। দশ বছর থেকে ব্যাট-বল হাতে নিয়ে একটাই স্বপ্ন ছিল ওয়ার্ল্ড কাপ পাওয়া,’’ বললেন সচিন তেণ্ডুলকর। ভারতের দ্বিতীয়বার বিশ্বকাপ জয়টাই তাঁর জীবনের সেরা মুহূর্ত। তাঁর কথায়, ‘‘কিছু দিন আগে মেয়ের সঙ্গে আইপিএল-এর ম্যাচ দেখতে যাচ্ছিলাম। তখন দু’জনে আলোচনা করছিলাম বিশ্বকাপ জয় নিয়ে। কপিল দেবের হাতে কাপ দেখার পর থেকে আমিও স্বপ্ন দেখা শুরু করেছিলাম। এই ডকু ফিল্মে আমার ক্রিকেট জীবনের বাইরেরও অনেক ঘটনা দেখা যাবে।’’

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন