সত্যিই কি সম্পর্কে আছেন সুস্মিতা, সাহেব? ছবি: সংগৃহীত।
পর্দার গোবরদেবী এবং অগ্নিভর জুটি দর্শকের মনে অনেকটা জায়গা জুড়ে রয়েছে। সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে-কে জুটি হিসাবে কেমন লাগবে, তা নিয়ে প্রথমে অনেকের মনে সংশয় থাকলেও এখন তা ধুয়ে মুছে সাফ। বরং তাঁদের সম্পর্ক নিয়ে নানা মুনির নানা মত। শুটিং ফ্লোরের প্রেম নাকি মোড় নিয়েছে বাস্তবেও। এমনটাই দাবি নায়ক-নায়িকার ঘনিষ্ঠ মহলের। সেই আলোচনা শুনে যে খুব বিরক্ত যুগল, তেমনটাও নয়। বরং বন্ধুদের এই মজা পরতে পরতে উপভোগ করছেন সাহেব এবং সুস্মিতা।
‘কথা’ ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার পরেই প্রেমিক অনির্বাণের সঙ্গে অভিনেত্রীর দূরত্বের খবর প্রকাশ্যে আসে। তাঁরা যে সম্পর্কে নেই, সে কথা তার কিছু দিন পরেই ঘোষণা করেন সুস্মিতা। প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পরেই সাহেবের সঙ্গে সুস্মিতার প্রেমের গুঞ্জনের সূত্রপাত। টেলিপাড়ায় এই কাহিনি নতুন নয়। পর্দার নায়ক-নায়িকাদের ব্যক্তিগত সমীকরণ নিয়ে দর্শকের কৌতূহল বরাবরের।
সম্প্রতি, ‘চন্দ্রবিন্দু’ ছবির প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন সাহেব। সেখানে সুস্মিতার নাম সম্বোধন করে প্রকাশ্যেই অভিনেতার সঙ্গে মজা করেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। নায়িকার আকারে, ইঙ্গিতে মনে হয় সত্যিই তা হলে সুস্মিতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সাহেব। সকলের সামনে ঐন্দ্রিলাকে বাধাও দেননি পর্দার এভি। তা হলে বিষয়টা সত্যি?
আনন্দবাজার ডট কমকে সুস্মিতা বললেন, “বন্ধুরা মাঝে মাঝেই মজা করে। আমরা উপভোগও করছি। কিন্তু আদৌ আমরা সম্পর্কে আছি কি না সেই বিষয়ে এখনই বলতে রাজি নই। সবটাই সময়ের হাতে ছেড়ে দিয়েছি। দেখাই যাক না কী হয়।” বিভিন্ন ফিল্মি পার্টিতেও একসঙ্গে তাঁদের দেখা যায়। সমাজমাধ্যমের পাতায়ও নানা ধরনের ছবি পোস্ট করতে থাকেন যুগলে। তবে সাহেব-সুস্মিতার সম্পর্কের রহস্য এখনও অধরা।