Saif Ali Khan

হাসপাতাল থেকে বাড়ি ফেরার ১৩ দিন পর সংবাদমাধ্যমের মুখোমুখি সইফ, কী বললেন অভিনেতা?

সোমবার একটি প্রথম সারির ওটিটি তাদের পরবর্তী কাজের ঝলক প্রকাশ্যে আনে, যার মধ্যে রয়েছে সইফ অভিনীত ‘জুয়েল থিফ’ ছবিটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৩
Share:

সোমবার সাংবাদিক বৈঠকে সইফ আলি খান। ছবি: সংগৃহীত।

১৫ জানুয়ারি মধ্যরাতে বাড়িতে দুষ্কৃতীর হানা। তার পর ছুরিকাহত হয়ে হাসপাতালে ভর্তি থাকা। সম্প্রতি সইফ আলি খানের ব্যক্তিগত জীবনে ‘ঝড়’ ওঠে। এ বার প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন অভিনেতা।

Advertisement

গত ২১ জানুয়ারি হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন সইফ। তার পর মুম্বই পুলিশকে নিয়মমাফিক তদন্তে সাহায্য করে চলেছেন অভিনেতা। সোমবার মুম্বইয়ে তাঁর নতুন কাজের সূত্রে সাংবাদিকদের মুখোমুখি হন সইফ। অভিনেতার পরনে ছিল ডেনিম শার্ট এবং জিন্স। চুল ব্যাকব্রাশ করা এবং পাতলা গোঁফ। তবে অভিনেতার বাঁ হাতে ব্যান্ডেজ সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। স্বাভাবিক ভাবেই সাংবাদিক সম্মেলনে সইফের দিকে একাধিক প্রশ্ন আসে। অভিনেতা কেমন আছেন, জানতে চান অনেকেই। সইফ তাঁর সংক্ষিপ্ত উত্তরে বলেন, ‘‘এখানে আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে থাকতে পেরে ভাল লাগছে। আমি এই ছবিটা নিয়ে খুবই উত্তেজিত।’’

সোমবার একটি প্রথম সারির ওটিটি তাদের পরবর্তী কাজের ঝলক প্রকাশ্যে আনে, যার মধ্যে রয়েছে সইফ অভিনীত ‘জুয়েল থিফ’ ছবিটি। একটি মূল্যবান হীরে চুরির ঘটনা ছবির প্রেক্ষাপট। সইফ ছাড়াও অভিনয় করেছেন জয়দীপ অহলাওয়াট। ছবিটির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ আনন্দ। সইফ বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে সিদ্ধার্থের সঙ্গে এই ছবিটা নিয়ে কথা হয়েছে। আমি সব সময়েই এই ধরনের ছবির অংশ হতে চাইতাম। এত ভাল সহ-অভিনেতাদের সঙ্গে এ রকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম।’’

Advertisement

অন্য দিকে, সইফ-কাণ্ডে ধৃত শরিফুল ইসলাম শেহজ়াদ আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। সম্প্রতি মুম্বই পুলিশ মুখমণ্ডলের শনাক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করেছে, সিসিটিভি ফুটেজে যাঁকে দেখা গিয়েছিল, তিনি শরিফুলই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement