Saif Ali Khan

করিনা জীবনে আছেন, তবু কোন বিশেষ মুহূর্তে প্রথম স্ত্রী অমৃতাকে মনে পড়ে? জানালেন সইফ

অভিনেত্রী করিনা কপূরের সঙ্গে সুখে সংসার করছেন সইফ। কিন্তু প্রথম স্ত্রী অমৃতাকে একেবারে ভুলে যাননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৩:০৯
Share:

(বাঁ দিকে) করিনার সঙ্গে সইফ। (ডান দিকে) অমৃতা সিংহ। ছবি: সংগৃহীত।

১৯৮১ সালে বিয়ে হয় সইফ আলি খান ও অমৃতা সিংহের। ১২ বছরের ছোট সইফের সঙ্গে সংসার পাতার কয়েক বছরের মধ্যেই অশান্তি শুরু। দুই সন্তান, ইব্রাহিম এবং সারার জন্মও তাঁদের সম্পর্কের ভাঙন ঠেকাতে পারেনি। পথ আলাদা হয় সইফ-অমৃতার। তার বহু বছর পর, করিনা কপূরকে বিয়ে করেন সইফ। সুখে সংসার করছেন, তবে প্রথম স্ত্রীকে একেবারে ভুলে যাননি।

Advertisement

করিনাকে বিয়ের করার আগে অমৃতাকে চিঠি লিখে কৃতজ্ঞতা জানিয়েছিলেন সইফ। দুই ছেলেমেয়ে, সারা ও ইব্রাহিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁর। করিনার সঙ্গেও সুসম্পর্ক রয়েছে অমৃতার সন্তানদের। সম্প্রতি, কাজল ও টুইঙ্কল খন্নার অনুষ্ঠানে এসে অভিনেতা স্বীকার করে নেন, তাঁর জীবনে অমৃতার যথেষ্ট অবদান রয়েছে। সইফের কথায়, ‘‘এই ইন্ডাস্ট্রিতে আমার চলার পথটা কেমন হতে পারে, সেটা বুঝতে সাহায্য করে অমৃতা। ওর অবদান ভাষায় প্রকাশ করা যাবে না। যদিও, কিছু পরমার্শ এমনও দিয়েছে যেগুলো আমার কাজে লাগেনি।’’

সইফের কথা শুনে খানিক রসিকতা করেই কাজল বলেন, ‘‘তোমাকে ভালই মানুষ করেছে তা হলে।’’ তাতেই সইফের জবাব, ‘‘হ্যাঁ ঠিকই। সন্তানদের ভাল মানুষ করেছে। আমাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে, তবে কথা হয় শুধুমাত্র আমি যখন হাসপাতালে ছিলাম তখন।’’ চলতি বছরের শুরুতে যখন সইফের উপর দুষ্কৃতীর আক্রমণ হয়, সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন কেন প্রাক্তন স্বামীর দুঃসময়ে পাশে দাঁড়ালেন না অমৃতা? সইফ ঘুরিয়ে সেই উত্তরই দিলেন!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement