kareena kapoor

করিনাকে বিয়ের দিনই অমৃতাকে চিঠি লেখেন সইফ!

করিনা সে চিঠির কথা জানতেন?

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৮ ০৮:২৯
Share:

অমৃতা, সইফ, করিনা। ফাইল চিত্র।

মেয়ে সারা আলি খানের সঙ্গে একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে এসেছিলেন সইফ আলি খান। আর সেখানে এসে তিনি যা বললেন। তা শুনলে অনেকেই চমকে উঠবেন। কী বলেছিলেন সইফ কর্ণ জোহরের এই শোয়ে এসে?

Advertisement

তিনি প্রাক্তন স্ত্রী অমৃতা সিং ও বর্তমান স্ত্রী করিনা কপূরের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন নিয়ে কথা বলেন। আর তখনই বলেন, অমৃতাকে একটি চিঠি দেওয়ার কথা।

তবে সইফ আলি খান এই চিঠি লিখেছিলেন করিনা কপূরকে বিয়ের দিনেই! এমনটাই স্পষ্ট জানালেন সইফ। ২০১২ সালের ১৬ অক্টোবর গাঁটছড়া বেঁধেছিলেন সইফ ও করিনা। সে দিনই ওই একটি চিঠি দিয়েছিলেন সইফ।

Advertisement

#SaifAliKhan breaking #DadStereotypes in style. #KoffeeWithKaran #KoffeeWithSaif #KoffeeWithSara #SaraAliKhan

A post shared by Star World (@starworldindia) on

আসলে সে চিঠিতে অমৃতাকে শুভেচ্ছা জানিয়েছিলেন সইফ। করিনার সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন, তাই অমৃতার শুভেচ্ছাও চেয়েছিলেন। শুধু তাই নয়, সেই চিঠি পড়েছিলেন করিনা নিজেও।

আরও পড়ুন: দেশের বাজারে জ্বালানি সাশ্রয়কারী সেরা নয়টি বাইক

এই শোয়ে এসে ব্যক্তিগত অনেক মুহূর্তের কথাও ভাগ করে নিয়েছেন সইফ। করিনা বাড়ি থেকে বেরোনোর আগে তাঁকে কেমন লাগে, বাড়ি ফিরলে কেমন লাগে, মেয়ের সামনেই অকপটে এসব নিয়ে কর্ণের সঙ্গে কথা বলেন সইফ। সারা তো এক বার লজ্জায় দু’ কানে হাতই দিয়ে ফেলেন সইফের কথায়।

আরও পড়ুন: বলিউডের হাড়হিম করা এই ভিলেনদের জীবনসঙ্গীদের চেনেন?​

জানান, তাঁদের পরিবার একটু অন্যরকম। করিনার সঙ্গে সারা ও অমৃতার সম্পর্কও অত্যন্ত ভাল। করিনা বরাবরই সইফের পাশে থেকেছেন।

সইফ ও অমৃতার কন্যা সারার সঙ্গে তাঁর সিনেমা, তাঁর প্যাশন, তাঁর রাজনৈতিক মতামত সবকিছু নিয়েই নিয়েও নানা কথা বলেন কর্ণ। ডিসেম্বর মাসেই মুক্তি পাচ্ছে সারা ও সুশান্ত সিংহ রাজপুত অভিনীত ‘কেদারনাথ’।


শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন