Bollywood News

দুর্ঘটনার পরে কেমন আছেন সাজিদ? প্রশ্নে বিরক্ত পরিচালক, তাঁর ব্যবহার নিয়ে প্রশ্ন দর্শকের

একতা কপূর প্রযোজিত একটা অনুষ্ঠানের দায়িত্ব পেয়েছেন তিনি। সেই শুটিংয়েই দুর্ঘটনার সম্মুখীন হন সাজিদ খান। এখন কেমন আছেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৮:৫৯
Share:

সাজিদের ব্যবহার নিয়ে সমালোচনা। ছবি: সংগৃহীত।

পরিচালক সাজিদ খানের দুর্ঘটনার খবর শোনার পরে অনেকেই চিন্তিত হয়ে পড়েছিলেন। একতা কপূর প্রযোজিত একটা অনুষ্ঠানের দায়িত্ব পেয়েছেন তিনি। সেই শুটিংয়েই দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। সাজিদকে ক্যামেরার সামনে দেখে সবার একটাই প্রশ্ন, এখন কেমন আছেন তিনি?

Advertisement

প্রশ্ন শুনে খানিকটা বিরক্তি সাজিদের গলায়। তাঁর মনে হয়েছে, ‘কেমন আছেন’— এই প্রশ্ন করা যায় না এখন। সাজিদ বলেন, “এটা কোনও প্রশ্ন হল? দেখতেই পাচ্ছেন কেমন আছি। একটা পা ভেঙে গিয়েছে। আর একটা পায়েও অস্ত্রোপচার হয়েছে।” সাজিদের উত্তরের ধরন একেবারেই ভাল লাগেনি দর্শকের একাংশের। অনেকেই সমালোচনা করেছেন পরিচালক। কেউ মন্তব্য করেছেন, “এই ভাবে কেউ কথা বলে?” আবার কারও মন্তব্য, “নিজের কথা বলার ধরন ঠিক করুন।”

উল্লেখ্য, কয়েক বছর আগে বলিউডে ‘মিটু’ আন্দোলন শুরু হয়। সেই সময়ে পরিচালক সাজিদ খানেরও নাম জড়ায় যৌন হেনস্থায়। এর পরে অনেকটা সময় কেটে গিয়েছে। বলিউড চেনা ছন্দে ফিরলেও সাজিদের সঙ্গে ইন্ডাস্ট্রির দূরত্ব কমেনি তেমন। একের পর এক কাজ হারাতে থাকেন তিনি। শুরু হয় আর্থিক টানাটানি। অবসাদে ভুগতে শুরু করেন। এত দিন পরে ফের টেলিভিশনে কাজে ফেরেন পরিচালক, কিন্তু সেখানেও বিপত্তি!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement