সিনেমায় চুমুর কোনও দরকারই নেই: সলমন খান

সিনেমায় চুম্বন দৃশ্যের প্রয়োজন কতটা? এ নিয়ে বিতর্ক দীর্ঘ দিনের। তবে সলমন খান অনস্ক্রিন চুম্বন দৃশ্যের বিরোধী। তিনি মনে করেন, বলিউডি ছবিতে চুম্বন দৃশ্যের কোনও প্রয়োজন নেই। সামনেই মুক্তি পাবে তাঁর প্রযোজিত ছবি ‘হিরো’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩২
Share:

সিনেমায় চুম্বন দৃশ্যের প্রয়োজন কতটা? এ নিয়ে বিতর্ক দীর্ঘ দিনের। তবে সলমন খান অনস্ক্রিন চুম্বন দৃশ্যের বিরোধী। তিনি মনে করেন, বলিউডি ছবিতে চুমুর কোনও প্রয়োজন নেই! সামনেই মুক্তি পাবে তাঁর প্রযোজিত ছবি ‘হিরো’। সেখানে দু’জন ‘নিউকামার’ সূরয পাঞ্চোলি এবং আথিয়া শেট্টিকে সুযোগ দিয়েছেন ‘ভাইজান’। সলমনের দাবি, ওই ছবিতে কোনও চুম্বন দৃশ্য নেই। তাঁর কথায়, ‘‘সাধারণত আমি চুম্বন দৃশ্যের অভিনয় করি না। তা হলে ওদের সেটা করতে কী ভাবে বলব? আর আমার মনে হয় ওরাও খুব একটা স্বচ্ছন্দ হবে না।’’ বি-টাউনে জোর খবর, সলমন নিজেই নাকি ছবি থেকে চুম্বন দৃশ্য বাদ দিয়েছেন।

Advertisement

‘হিরো’ ছবির ট্যাগলাইন— রিবেল, লভ অ্যান্ড ফ্রিডম। ছবিতে এটাই নাকি সল্লু মিঞার অবদান। তিনি মনে করেন, সাফল্য পাওয়ার জন্য ভাল চিত্রনাট্যের প্রয়োজন। তাই চেনা মুখ না হলেও নতুনদের নিয়েও ভাল কাজ করা যায়। এ প্রসঙ্গে বলতে গিয়ে বেশ নস্টালজিক হয়ে পড়েন নায়ক। তিনি বলেন, সুরাজ বারজাতিয়া যখন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ তৈরি করেছিলেন তখন তিনিও ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন। কিন্তু তাঁর হাত ধরেই শুরু হয়েছিল আজকের সলমন খানের জার্নি। তাই যখন তিনি নিজে নতুনদের সুযোগ করে দিচ্ছেন তখন বাজেটের বিষয়ে বেশি ভাবেননি। তাঁর কথায়, ‘‘এই ছবি দিয়ে সূরয, আথিয়া সবে কাজ শুরু করছে। আমি যদি বাজেট নিয়ে বেশি চিন্তা করতাম তাহলে সেটা ওদের জন্য ভাল হত না।’’ সলমন মনে করেন, ভাল গল্পের টানেই দর্শকরা এ ছবি দেখবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন