Entertainment News

একসঙ্গে অস্ট্রিয়া যাচ্ছেন সলমন-ক্যাটরিনা?

দীর্ঘদিন ধরেই বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সলমন খান। বহু নায়িকার সঙ্গেই তাঁর সম্পর্কের গসিপ শোনা যায়। সেই তালিকায় অন্যতম হলেন ক্যাটরিনা কইফ। তবে ক্যাট সুন্দরীর সঙ্গে ভাইজানের সম্পর্ক আদৌ গসিপ কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে বি-টাউনের একটা বড় অংশের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৭ ১৮:৫৪
Share:

‘এক থা টাইগার’ ছবিতে সলমন-ক্যাটরিনা।

দীর্ঘদিন ধরেই বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সলমন খান। বহু নায়িকার সঙ্গেই তাঁর সম্পর্কের গসিপ শোনা যায়। সেই তালিকায় অন্যতম হলেন ক্যাটরিনা কইফ। তবে ক্যাট সুন্দরীর সঙ্গে ভাইজানের সম্পর্ক আদৌ গসিপ কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে বি-টাউনের একটা বড় অংশের। এ বার নাকি একসঙ্গে অস্ট্রিয়া যাচ্ছেন এই জুটি! কেন জানেন?

Advertisement

‘পার্টনার’, ‘এক থা টাইগার’-এর মতো বেশ কিছু হিট ছবির পর ফের অনস্ক্রিন দেখা যাবে এই জুটিকে। সৌজন্যে পরিচালক আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’। আগামী মার্চে শুরু হবে ছবির শুটিং। শোনা যাচ্ছে, তার কাজেই একসঙ্গে অস্ট্রিয়া যাবেন সলমন-ক্যাটরিনা।

আরও পড়ুন, সম্পর্ক হোক বা ট্রাম্প— খোলামেলা সাক্ষাত্কারে আলিয়া

Advertisement

এক ভারতীয় ও এক পাক গুপ্তচরের প্রেম নিয়ে এ ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। পাঁচ বছর পর ফের পর্দায় সলমন-ক্যাটরিনার রোমান্স দেখবেন দর্শক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement