‘রেড হট শর্টস’-এ প্রকাশ্যে সলমন!

আহা কী দেখিলাম! আমি, আপনি নই। এ কথা বলছে গোটা বলিউড। কিন্তু সাবজেক্টটা কী? যা দেখে এই এক্সপ্রেশন দিচ্ছে বি-টাউন? সেটা হল সলমন খানের ‘রেড হট শর্টস’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ১৫:৩৫
Share:

এই সেই ছবি।— টুইটারের সৌজন্যে।

আহা কী দেখিলাম!

Advertisement

আমি, আপনি নই। এ কথা বলছে গোটা বলিউড। কিন্তু সাবজেক্টটা কী? যা দেখে এই এক্সপ্রেশন দিচ্ছে বি-টাউন?

সেটা হল সলমন খানের ‘রেড হট শর্টস’।

Advertisement

সেকি! প্রকাশ্যে শর্টস পড়ে ঘুরে বেড়াচ্ছেন কেন সল্লু মিয়া?

আহা! শুটিং চলছে যে। ‘সুলতান’-এর শুটিংয়ে লাল শর্টস পরে দেখা গেল ভাইজানকে। সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!

এই ছবিতে একজন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন সলমন খান। এর আগে ট্রেনিংয়েও শর্টস পরে তাঁর ছবি দেখেছিলেন অনুরাগীরা। কিন্তু এই ছবিতে নাকি আগের থেকে অনেক বেশি ‘সেক্সি লুক’ রয়েছে নায়কের। তেমনটাই মত বলিউডের একাংশের।

ভাইজানের মহিলা অনুরাগীরাও কি একমত?

আরও পড়ুন

এলি আব্রামের স্বপ্নে আসছেন সলমন খান!

শাহরুখ আমায় সব সময় বিপদে ফেলে: সলমন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement