Entertainment News

সলমনকে ‘বাঁদর’ বললেন স্বপ্না!

বলিউডের কন্ট্রোভার্সি বয় বলা হয় তাঁকে। কাকে আবার? অবশ্যই সলমন খানকে। গাড়িচাপা দিয়ে ফুটপাতবাসী হত্যা থেকে কৃষ্ণসার হরিণ শিকার, অরিজিৎ সিংহের সঙ্গে ঝামেলা থেকে ‘রেপড ওম্যান’ কমেন্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৬ ১৩:৩৩
Share:

বলিউডের কন্ট্রোভার্সি বয় বলা হয় তাঁকে। কাকে আবার? অবশ্যই সলমন খানকে। গাড়িচাপা দিয়ে ফুটপাতবাসী হত্যা থেকে কৃষ্ণসার হরিণ শিকার, অরিজিৎ সিংহের সঙ্গে ঝামেলা থেকে ‘রেপড ওম্যান’ কমেন্ট। বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। এ সবের মধ্যেই ফের বিতর্কের মুখে ভাইজান।

Advertisement

এ বার ‘বিগ বস’ সিজন ৬-এর প্রতিযোগী স্বপ্না ভবানীর তোপের মুখে পড়লেন সলমন খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে হেয়ারস্টাইলিশ স্বপ্নাকে তাঁর বই ‘চ্যাপ্টার ওয়ান’ নিয়ে প্রশ্ন করা হয়, কেন সলমন খানের কথা রাখা হয়নি? এতে হঠাৎ করেই সলমনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন স্বপ্না। তাঁকে ‘মাঙ্কি’ বলে সম্বোধন করেন। শুধু তাই নয় সলমনকে ‘উগ্র জাতীয়তাদী শূকর’ও বলেন তিনি। পাশাপাশি ‘বিগ বস’-এ তাঁর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হলে রাগে ফেটে পড়েন। স্বপ্না বলেন, ‘‘ওটা জঘন্য একটা শো। ততোধিক জঘন্য একটা হোস্ট। ওখানে সবাইকে সলমনের বিরুদ্ধে একটা কথা বললে খুনেরও হুমকি দেওয়া হয়। তাঁকে আবার সবাই পুজো করে! কেন জানেন? যাতে সলমনের ওই জঘন্য ছবিগুলোতে একটা কাজ পাওয়া যায়। যেখানে ও বাঁদরের মতো নাচ করে। ‘বিগ বস’ একটা নাটশেল ছাড়া কিছুই নয়।’’

আরও পড়ুন: বোল্ড দৃশ্যে শুধু তারকারা অভিনয় করলেই প্রশংসা হয়: জারিন খান

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement