Entertainment News

জেলে সলমনের সঙ্গে দেখা করতে গিয়ে কেঁদে ফেলেছিলেন এক প্রিয়জন!

কঠিন সময়ে হাসতে পারেন এমন মানুষ খুব কমই আছেন। বলিউড অভিনেতা সলমন খান তেমনই একজন। সম্প্রতি মুক্তি পেল তাঁর আসন্ন ছবি ‘টিউবলাইট’-এর ট্রেলার। সেই অনুষ্ঠানে নিজের জীবনের অন্ধকার দিনের কথা প্রকাশ্যে শেয়ার করলেন ভাইজান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০১৭ ১৩:৪৫
Share:

কঠিন সময়ে হাসতে পারেন এমন মানুষ খুব কমই আছেন। বলিউড অভিনেতা সলমন খান তেমনই একজন। সম্প্রতি মুক্তি পেল তাঁর আসন্ন ছবি ‘টিউবলাইট’-এর ট্রেলার। সেই অনুষ্ঠানে নিজের জীবনের অন্ধকার দিনের কথা প্রকাশ্যে শেয়ার করলেন ভাইজান।

Advertisement

এত দিনে দু’বার জেলে কাটাতে হয়েছে সলমনকে। সে সময় তাঁর সঙ্গে দেখা করতে জেলের ভিতরে গিয়েছিলেন তাঁর বাবা, মা ও কাকা। অনেক দিন পর সলমনকে দেখেই নাকি কাঁদতে শুরু করেন কাকা! ভাইজানের বাবা নাকি তখন পরিস্থিতি সামলেছিলেন।

আরও পড়ুন, প্রভাসকে বিয়ে করতে চান? এই গুণগুলো আছে তো?

Advertisement

সলমনের কথায়, ‘‘বাবা, মা ও কাকা সে সময় আমাকে জেলের ভিতর দেখতে গিয়েছিলেন। অনেকদিন পর কাকার সঙ্গে দেখা হয়েছিল। কাকা জানতে চেয়েছিলেন, কেমন আছ? বলেছিলাম, ভালই। ওয়ান বেডরুম সুইট। সেটা শুনেই কাকা কাঁদতে শুরু করেছিলেন। বাবা তখন কাকাকে বাইরে নিয়ে যান।’’

নিজের জীবনের অন্ধকার দিনগুলোর কথা হালকা মেজাজেই শেয়ার করেছেন সলমন। আপাতত তিনি সে সব পেরিয়ে এসেছেন। এখন ফোকাসে শুধুই নতুন ছবি ‘টিউবলাইট’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement