Entertainment News

বিয়ে নয়, আগে বাবা হতে চান সলমন!

বলি সূত্রে খবর, সরোগেসির মাধ্যমে সন্তানের বাবা হতে চান সলমন। সেই লক্ষ্যে খোঁজ খবর শুরু করেছেন অভিনেতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মে ২০১৯ ১৪:৪০
Share:

সলমন খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

দীর্ঘ কয়েক বছর ধরেই সলমন খান বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার। এই পদটি যেন তিনি একাই ধরে রেখেছেন। কবে বিয়ে করবেন সলমন? বহুবার এ প্রশ্নের সম্মুখীন হয়েছেন ভাইজান। কিন্তু স্পষ্ট কোনও উত্তর দেননি। তবে যা খবর, ৫৩ বছর বয়সে আর বিয়ে নয়। বরং বাবা হওয়ার দিকেই নাকি বেশি ঝুঁকছেন সলমন।

Advertisement

বলি সূত্রে খবর, সরোগেসির মাধ্যমে সন্তানের বাবা হতে চান সলমন। সেই লক্ষ্যে খোঁজ খবর শুরু করেছেন অভিনেতা। এর আগে অভিনেতা জানিয়েছিলেন, বিয়ে যদি করেন, তা হলে তা সন্তানের জন্যই।

সরোগেসির মাধ্যমে বাবা-মা হওয়ার ঘটনা বলিউেডে নতুন নয়। শাহরুখের ছোট ছেলে আব্রামের জন্ম হয়েছে সরোগেসির মাধ্যেমে। দুই যমজ সন্তান যশ এবং রুহির বাবা হয়েছেন কর্ণ জোহর সরোগেসির মাধ্যমে। আবার একতা কপূর, তুষার কপূরও সন্তানের মা, বাবা হয়েছে সরোগেসির মাধ্যমে। এ বার সেই পথেই হাঁটেতে চলেছেন সলমনও। অন্তত এমনটাই গুঞ্জন বলিউডে। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়িই এ বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানাবেন সল্লু মিঞা।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, ‘টরেন্টো আমার বাড়ি’, পুরনো ভিডিয়োর জেরে ট্রোলড অক্ষয়

(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement