Entertainment News

সলমনের ‘কিক টু’-র মুক্তির দিন জানেন তো?

সলমন আপাতত ব্যস্ত রয়েছেন ‘রেস থ্রি’-এর শুটিংয়ে। আগামী বছর ইদেও মুক্তি পাওয়ার কথা তাঁর আরও একটি ছবি ‘ভারত’-এর। ইদের পর এ বার বড়দিনের সময়টাও সলমনময় করার ঘোষণা করলেন সাজিদ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২০
Share:

‘কিক’ ছবির লুকে সলমন। ছবি: টুইটারের সৌজন্যে।

‘সুলতান’ বা ‘টিউবলাইট’, কোনওটাই সে ভাবে জ্বলেনি। তবে ‘টাইগার জিন্দা হ্যায়’ সব ক্ষতে প্রলেপ দিয়েছে। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করার পর এ বার আরও এক নতুন প্রজেক্টে হাত দিতে চলেছেন বলিউডের ‘ভাইজান’। হ্যাঁ, সলমন খানের ভক্তদের জন্য দারুণ খবরই বটে!

Advertisement

বুধবার বলিউডের বিখ্যাত প্রযোজক-পরিচালক সাজিদ নাদিয়াওয়ালার টুইট, ‘প্রতীক্ষার অবসান... ডেভিল ফিরছে! ২০১৯-এর বড়দিনে... কিক টু নিয়ে’। আর এই টুইটে ট্যাগ করা হয়েছে সলমন খানকে। অর্থাত্, আগামী বছর বড়দিনে বড় রিলিজ হতে চলেছে সলমন খানের ‘কিক টু’ ছবির।

২০১৪-এ মুক্তি পাওয়া বলিউড অ্যাকশন-থ্রিলার ‘কিক’-এর সিক্যুয়েল হতে চলেছে ‘কিক টু’। সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনা ও পরিচালনায় বেশ ভাল ব্যবসা করেছিল সলমনের ‘কিক’। ছবিতে সলমনের সঙ্গে নজর কেড়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ, রণদীপ হুদা এবং নওয়াউদ্দিন সিদ্দিকিও। তেলুগু ছবি ‘থিল্লালাঙ্গাদি’র রিমেক ছিল ‘কিক’।

Advertisement

যদিও ‘কিক টু’-এর কাস্ট নিয়ে এখনও কিছুই জানাননি নির্মাতারা।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আরও পড়ুন, সলমন কি শেষমেশ বিয়ে করছেন?

আরও পড়ুন, মুক্তি পেল বাঙালি ‘খিলাড়ি’র গোল্ড ছবির প্রথম টিজার

সলমন আপাতত ব্যস্ত রয়েছেন ‘রেস থ্রি’-এর শুটিংয়ে। আগামী বছর ইদেও মুক্তি পাওয়ার কথা তাঁর আরও একটি ছবি ‘ভারত’-এর। ইদের পর এ বার বড়দিনের সময়টাও সলমনময় করার ঘোষণা করলেন সাজিদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement