১১ অক্টোবর ছোটপর্দায় ফিরছেন সলমন

এর আগে বিস্তর জল ঘোলা হয়েছে ছোটপর্দার এই রিয়্যালিটি শো নিয়ে। কে থাকবেন আর কে থাকবেন না, তা নিয়ে জল্পনা-কল্পনা হয়েছে লাগামছেঁড়া। তবে সলমন খানকে ছাড়া যে ‘বিগ বস’ হবে না, সে ব্যাপারে নিশ্চিন্ত ছিলেন সবাই। খটকা ছিল কেবল একটা ব্যাপারে। কবে ছোটপর্দায় ফিরে আসছেন তিনি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১৫
Share:

এর আগে বিস্তর জল ঘোলা হয়েছে ছোটপর্দার এই রিয়্যালিটি শো নিয়ে। কে থাকবেন আর কে থাকবেন না, তা নিয়ে জল্পনা-কল্পনা হয়েছে লাগামছেঁড়া। তবে সলমন খানকে ছাড়া যে ‘বিগ বস’ হবে না, সে ব্যাপারে নিশ্চিন্ত ছিলেন সবাই। খটকা ছিল কেবল একটা ব্যাপারে। কবে ছোটপর্দায় ফিরে আসছেন তিনি?

Advertisement

সে উত্তর পাওয়া গেল আজ। কালার্স টিভির সিইও রাজ নায়েক টুইট করে জানালেন, ১১ অক্টোবর ঠিক রাত ৯টায় ‘বিগ বস’ নিয়ে ছোট পর্দায় হাজির হচ্ছেন সলমন।

জানা গিয়েছেস ‘বিগ বস’-এর এ বারের সেট পড়েছে লোনাভালায়। ফলে ‘সুলতান’ ছবির জন্য একবার মুম্বই, অন্য দিকে ‘বিগ বস’-এর জন্য আর একবার লোনাভালায় যাওয়া-আসা করতে হচ্ছে সলমনকে।

Advertisement

তা, এই ধকল পোষাবে তো? আগের বারের মতো মাঝ পথে যাতায়াতের ঝক্কি সামলাতে না পেরে শো ছেড়ে দেবেন না তো সলমন?

সলমনের মুখপাত্র জানিয়েছেন, ‘সুলতান’ ছবির সেট পড়েছে যে এনডি স্টুডিওয়, সেখানে ‘বিগ বস’-এরও একটা সেট তৈরি করা হয়েছে। সলমনের সুযোগ-সুবিধে মতো সেখানেও কিছু শুটিং হবে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন