ছবি: পিটিআই।
ফের নিজেকে নির্দোষ বলে দাবি করলেন সলমন খান। সলমন বৃহস্পতিবার জোধপুরের একটি আদালতে বলেন, বন দফতরের কর্মীরা তাঁকে ফাঁসিয়েছেন। সলমনের স্বাক্ষর করা একটি বিবৃতি অনুযায়ী, তাঁর নির্দেশেই মুম্বই থেকে আগ্নেয়াস্ত্র এনে দেন উদয় রাঘবন নামে এক ব্যক্তি। কিন্তু সলমন বলেন, বন দফতরের কর্মীদের চাপেই তিনি ওই বিবৃতিতে স্বাক্ষর করেন।