প্রীতির রিসেপশনে হোস্ট সলমন খান!

বয়ফ্রেন্ড জেনে গুডএনাফের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি লস এঞ্জেলসে চুপিচুপি বিয়েটা সেরে ফেলেছেন প্রীতি জিন্টা। তা বলে ভাববেন না, তাঁর বলিউডি বন্ধুরা ভুরিভোজ থেকে বাদ পড়বেন! আগামী এপ্রিলে রাজস্থানি স্টাইলে মুম্বইতে গ্র্যান্ড পার্টি দেবেন নায়িকা। সেই রিসেপশনে অতিথি আপ্যায়নের দায়িত্বে থাকবেন সলমন খান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ১১:৫৫
Share:

বয়ফ্রেন্ড জেনে গুডএনাফের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি লস এঞ্জেলসে চুপিচুপি বিয়েটা সেরে ফেলেছেন প্রীতি জিন্টা। তা বলে ভাববেন না, তাঁর বলিউডি বন্ধুরা ভুরিভোজ থেকে বাদ পড়বেন! আগামী এপ্রিলে রাজস্থানি স্টাইলে মুম্বইতে গ্র্যান্ড পার্টি দেবেন নায়িকা। সেই রিসেপশনে অতিথি আপ্যায়নের দায়িত্বে থাকবেন সলমন খান।

Advertisement

নিমন্ত্রিতের লিস্টটা শুনবেন নাকি?

হৃতিক রোশন, অভিষেক বচ্চন, আরবাজ খান, ববি দেওলের মতো প্রীতির ঘনিষ্ঠরা তো থাকবেনই। এ ছাড়াও থাকবেন বি-টাউনের তারকারা। তবে সেদিন প্রীতির হয়ে হোস্ট হবেন সল্লু মিঞা। ভাইজানের সঙ্গে নায়িকার বন্ধুত্বটা ‘বিশেষ’ কি না!

Advertisement

যদিও লস এঞ্জেলসে প্রীতির বিয়েতে হাজির ছিলেন সুজান খান, সুরিলি গোয়েল। সোশাল মিডিয়ায় সে ছবি শেয়ারও করেছিলেন সুজান। এ বার রিসেপশনের পালা।

আরও পড়ুন: অস্কার জ্বরে লেডি গাগাকে হেলায় হারালেন প্রিয়ঙ্কা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement