Samantha Ruth Prabhu

সামান্থার প্রেমজীবন ফাঁস করে দিলেন নাগা! প্রাক্তনকে পাল্টা জবাব দিলেন অভিনেত্রী

নাগা ভালবাসা খুঁজে পেয়েছে শোভিতার মধ্যে, তেমনই সামান্থা প্রেমে পড়েছেন। প্রাক্তন স্বামীর এ হেন মন্তব্যে পাল্টা উত্তর দিলেন সামান্থা!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৯
Share:

(বাঁ দিকে) সামান্থা রুথ প্রভু, নাগা চৈতন্য। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের তিন বছরের মাথায় ফের সংসারী নাগা চৈতন্য। অভিনেতার দ্বিতীয় বিয়ে নিয়ে রীতিমতো কাটাছেঁড়া চলছে নেটপাড়ায়। তাঁর বর্তমান স্ত্রী শোভিতা ধুলিপালাকে নিয়ে নানা মন্তব্য ঘোরাফেরা করছে। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগা জানান, পারস্পরিক সম্মতিতে তাঁদের বিচ্ছেদ হয়েছে। যেমন তিনি ভালবাসা খুঁজে পেয়েছেন শোভিতার মধ্যে, তেমনই সামান্থা প্রেমে পড়েছেন। প্রাক্তন স্বামীর এ হেন মন্তব্যে পাল্টা উত্তর দিলেন সামান্থা!

Advertisement

২০১৭ সালে সামান্থাকে বিয়ের পর ২০২১ সালে তাঁরা দু’জনে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। দু’জনে মিলেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখনও তাঁরা পরস্পরকে শ্রদ্ধা করেন। কিন্তু সমাজমাধ্যম বা সংবাদমাধ্যমে এমন ভাবে বিষয়টি নিয়ে চর্চা হয়, তাতে নিজেকে অপরাধী মনে হয় নাগার।

নাগা বলেন, “আমরা চেয়েছিলাম নিজেদের পথে চলতে। আমাদের ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা পরস্পরকে শ্রদ্ধা করি। নিজেদের জীবন আমরা নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছি। এর থেকে বেশি আর কী বলার থাকতে পারে, আমি বুঝতেই পারি না। আমি যেমন আমার জীবনের ভালবাসা খুঁজে পেয়েছি। তেমনটা ও পেয়েছে।”

Advertisement

নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাকি পরিচালক রাজ-ডিকে জুটির রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সামান্থা। তাই রাজের সঙ্গে পর পর কাজ করছেন তিনি। গত বছর নভেম্বর মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া রাজ এবং ডিকের পরিচালনায় ‘সিটাডেল: হানি বানি’ নামের ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা যায় সামান্থাকে। তা হলে কি বিনা অনুমতিতেই সামান্থাকে নিয়ে অনধিকার চর্চা করে ফেললেন নাগা? উত্তর এল সামান্থার তরফে। অভিনেত্রী নিজের সমাজমাধ্যমে লেখেন, ‘‘মানুষ হয়ে ওঠা একটা পদ্ধতি। কোনও কিছু পূর্বনির্ধারিত নয়। মানুষের নিজের হাতেই রয়েছে আসলে সে কী হতে চায়!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement