Animal

ভারতে প্রায় ৫০০ কোটির ব্যবসা ‘অ্যানিম্যাল’-এর, তবু কেন আমেরিকার দর্শকই বেশি পছন্দ বঙ্গার?

গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত দ্বিতীয় হিন্দি ছবি ‘অ্যানিম্যাল’। মুক্তির ১০ দিনের মধ্যেই ভারতীয় বক্স অফিসে ৪০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে রণবীর কপূর অভিনীত এই ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ ১৮:৪১
Share:

(বাঁ দিকে) ‘অ্যানিম্যাল’-এ রণবীর কপূর। সন্দীপ রেড্ডি বঙ্গা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবি ‘অ্যানিম্যাল’। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে দুরন্ত ব্যবসা করছে রণবীর কপূর অভিনীত এই ছবি। এক সপ্তাহের মাথায় স্রেফ ভারতীয় বক্স অফিস থেকে ‘অ্যানিম্যাল’-এর উপার্জনের অঙ্ক ছাড়িয়ে গিয়েছিল ৩৫০ কোটি টাকা। ১০ দিন পরে সেই অঙ্ক ৫০০ কোটি ছুঁইছুঁই। বক্স অফিস ব্যবসার পাশাপাশি ছবি সংক্রান্ত বিতর্কও বেড়েছে পাল্লা দিয়ে। নিজের ছবিতে উগ্র পৌরুষ ও হিংসার উদ্‌যাপন দেখিয়েছেন পরিচালক, অভিযোগ দর্শক ও সমালোচকের একটা বড় অংশের। ছবি মুক্তির পরে এক বিশেষ অনুষ্ঠানে আমেরিকায় গিয়েছিলেন বঙ্গা। উক্ত অনুষ্ঠানে বঙ্গার স্বীকারোক্তি, ভারতের চেয়ে আমেরিকার দর্শকই নাকি বেশি পছন্দ তাঁর!

Advertisement

‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিংহ’-এর পরে পরিচালক হিসাবে বঙ্গার তৃতীয় ছবি ‘অ্যানিম্যাল’। বাণিজ্যিক সাফল্যের দিক থেকে যেমন হ্যাটট্রিক করেছেন সন্দীপ, বিতর্কের নিরিখেও সেই মাইলফলক পূর্ণ করেছে ‘অ্যানিম্যাল’। তবে সমালোচকদের মতামতকে পাত্তা দিতে তেমন রাজি নন পরিচালক। সম্প্রতি আমেরিকার ডালাসে এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগে সেখানকার পার্কিং লটে দর্শকের ভিড়ের মাঝে আটকে পড়েন বঙ্গা। পরিচালককে ঘিরে ধরে সমস্বরে তাঁর নাম জপ করতে থাকেন দর্শক। আমেরিকার দর্শকের এই উৎসাহ দেখে আপ্লুত বঙ্গা। ওই অনুষ্ঠানে মঞ্চে উঠে বঙ্গা বলেন, ‘‘আমেরিকায় এসে দেখলাম না দর্শক আমার ছবিকে ‘উগ্র’ বা ‘হিংসাত্মক’ বলছেন। আমেরিকার দর্শকের এই গুণটা আমার খুব ভাল লাগল। আমার মনে হয়, আমার বানানো ছবির জন্য আপনারাই আদর্শ দর্শক।’’

বঙ্গার এই মন্তব্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া নেটাগরিকদের। তাঁদের একাংশের দাবি, ‘‘এক জন ছবি নির্মাতা হিসাবে বঙ্গা নিজের ঢাক নিজেই এত বেশি পেটান যে, নিজের ছবির সমালোচনা শুনতেই পারেন না।’’ অন্য দিকে, বঙ্গার ওই বক্তব্য শুনে মশকরা করতেও ছাড়েননি নেটাগরিকদের অন্য এক অংশ। তাঁদের দাবি, ‘‘ছবির সমালোচনা করলেই যদি চক্ষুশূল হয়ে যেতে হয়, তা হলে যেখানে সমালোচনার কোনও জায়গা নেই, সেখানে ছবি মুক্তির ব্যবস্থা করলেই পারেন!’’ অনেকে আবার বিদ্রুপের সুরে বলেছেন, ‘‘ভারতের বক্স অফিস থেকেই তো সিংহভাগ আয়, তার পর আবার ভারতীয় দর্শকেরই নিন্দা!’’ নেটাগরিকদের এমন প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট, বঙ্গার এমন মন্তব্যে বেশ চটেছেন তাঁরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন