কী জবাব দিলেন সঞ্জয় দত্তের কন্যা ত্রিশলা দত্ত? ছবি: সংগৃহীত।
এখনও সমাজে মেয়েদের বিয়ে নিয়ে অনেককে নানা মতামত দিতে দেখা যায়। বিশেষত ৩০ পার করলেই নানা মন্তব্য আসতে থাকে। এ বার সমাজের সেই মানুষদের কড়া ভাষায় জবাব দিলেন অভিনেতা সঞ্জয় দত্তের বড় মেয়ে ত্রিশলা দত্ত।
তাঁর বয়স এখন ৩৭ বছর। অবিবাহিত। তাঁকেও বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আমেরিকাবাসী সঞ্জয়-কন্যা পেশায় সাইকোথেরাপিস্ট। অনেক বছর ধরে বিদেশেই পাকাপাকি রয়েছেন। সম্প্রতি নিজের বিরক্তি প্রকাশ্যে উগরে দিলেন ত্রিশলা।
তিনি বলেন, “বিয়ে নিয়ে তাঁরাই চিন্তা করেন, যাঁরা নিজেরা সুখে নেই। যাঁদের জীবনে সুস্থ সম্পর্ক নেই। আমাদের স্বাধীনতা তাঁদের সহ্য হয় না। সেই হিংসা থেকে তাঁরা আমাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। আমাদের মতো যাঁরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই বিয়ে না করেও ভাল আছি, তাতে সেই সব মানুষদের আরও হিংসা হয়।”
এই প্রথম নয়, আগেও নানা কারণে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। এমনকি পরিবার নিয়েও প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। কিছু দিন আগে ত্রিশলা জানান, তাঁকে নাকি হেনস্থার শিকার হতে হচ্ছে। ত্রিশলার কথায়, ‘‘কিছু মানুষ নিশ্চুপ থেকেও বড় শিক্ষা দিয়ে যায়। আবার অনেক সময়ে সোজাসাপটা কথা বলার জন্য বড় মাশুল দিতে হয়। তবে চুপ থাকাটা যেন শাস্তি পাওয়ার সমান। সত্যি, কোনও সম্পর্ক আসলে কষ্ট দিতে শেখায় না। বরং শান্ত করতে শেখায়, মনের আরাম দেয়। এর বেশি কিছু বলে অন্যদের কষ্ট দিতে চাই না। নিজেকে গোছানোর সময় দিতে চাই।’’ কেন এ কথা লিখেছিলেন তিনি, তার কারণ অবশ্য অধরা।