‘ভূমি’তে 'মুন্নাভাই'
চলতি বছরের ফেব্রুয়ারিতে জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরেছিলেন। কিন্তু, কাজের জগতে ফেরা হয়নি। অভিনেতা সঞ্জয় দত্ত ফিরছেন তাঁর নতুন ছবি নিয়ে। ছবির নাম ‘ভূমি’। ‘সরবজিৎ’-এর পর পরিচালক উমঙ্গ কুমারের পরবর্তী ছবি ‘ভূমি’তে মুখ্য ভূমিকায় দেখা যাবে মুন্না ভাইকে। ছবির গল্প একেবারেই অন্য রকমের। এই ধরনের ভূমিকায় সঞ্জয় দত্তকে হয়তো আগে দেখা যায়নি।
অন্য ধরনের ছবিতে অভিনয়ের জন্য বেশ কিছু দিন ধরেই নানা স্ক্রিপ্ট নিয়ে নাড়াঘাঁটা করছিলেন এই অভিনেতা। নতুন ধরনের চরিত্র নিয়ে উচ্ছ্বসিত সঞ্জয় বলেছেন, ‘‘আমি অনেক দিন ধরেই এমন চরিত্রের খোঁজ করছি যে ভূমিকায় দর্শক আগে কখনও আমাকে দেখেনি। ভূমি এমনই এক মেয়ে ও তার বাবার সম্পর্কের গল্প।’’
ভূষণ কুমারের টি-সিরিজের ব্যানারে নির্মিত হবে ছবিটি। সন্দীপ সিংহ ও উমঙ্গ কুমারের প্রোডাকশন হাউস লেজেন্ড স্টুডিওস ‘ভূমি’র সহ-প্রযোজনা করবে।আগামী বছর ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশে ‘ভূমি’র শুটিং শুরু হবে।
আরও পড়ুন- বলি তারকাদের হাড় হিম করে দেওয়া কিছু ‘ভুতুড়ে’ অভিজ্ঞতা