Entertainment News

‘দঙ্গল’ বোনেদের ‘হট ডান্স’-এর এই ভিডিও ভাইরাল

‘দঙ্গল’-এ অভিনয়ের পর ‘সিক্রেট সুপারস্টার’-এ কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন সান্যা। অন্য দিকে আমির খানের পরবর্তী ছবি ‘থাগস অফ হিন্দুস্তান’-এ ফের অভিনয় করতে দেখা যাবে ফতিমাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৭ ১১:৪৯
Share:

ফতিমা সানা শেখ এবং সান্যা মলহোত্র।

প্রায় এক বছর হতে চলল মুক্তি পেয়েছে ‘দঙ্গল’। তখন থেকেই তাঁরা বোন। তাঁরা অর্থাত্ ফতিমা সানা শেখ এবং সান্যা মলহোত্র। ‘দঙ্গল’-এর অনস্ক্রিন বোনেদের অফস্ক্রিন সম্পর্কও বোনের মতোই। কিন্তু তাঁদের এ ভাবে আগে দেখেছেন কি?

Advertisement

নিশ্চয়ই ভাবছেন, কেমন ভাবে? সদ্য সান্যা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেটা দেখলেই বুঝতে পারবেন, এই দুই অনস্ক্রিন বোনের নয়া রূপ ঠিক কেমন।

আসলে নাচের ক্লাসের একটি ভিডিও শেয়ার করেছেন সান্যা। সেখানে দেখা যাচ্ছে তাঁদের ‘হট ডান্স’।

Advertisement

আরও পড়ুন, আসছে ‘গোপাল ভাঁড়’…

সান্যা লিখেছেন, ‘শনিবার রাতে আমি সেটাই করছি, যা করতে আমি সবচেয়ে ভালবাসি। প্রায় চার বছর পর ডান্স ক্লাসে যোগ দিলাম…।’ দুই অভিনেত্রীর নাচের ভিডিও এই মুহূর্তে ভাইরাল।

আরও পড়ুন, ক্যামেরার সামনে নগ্ন হলেন সানি, সঙ্গে কে?

‘দঙ্গল’এ অভিনয়ের পর ‘সিক্রেট সুপারস্টার’এ কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন সান্যা। অন্য দিকে আমির খানের পরবর্তী ছবি ‘থাগস অফ হিন্দুস্তান’এ ফের অভিনয় করতে দেখা যাবে ফতিমাকে। ! ! 😍 (_)

! ! 😍

(_)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement