Sara Ali Khan

গঙ্গোপাধ্যায় বাড়িতে নৈশভোজে আলু পোস্ত, মাছ, আম! সৌরভের জীবনী ছবিতে থাকবেন সারা-আদিত্য?

কলকাতায় ছবির প্রচারে সারা-আদিত্য। এলেন সৌরভের বাড়িতে। কী কথা হল?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ২৩:৫৪
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে সারা আলি খান, আদিত্য রায় কপূর। নিজস্ব ছবি।

হতেই পারত ‘মাছ, মিষ্টি মোর’। মাছ ছিল। বাকি মেনুতে সামান্য বদল ঘটিয়ে যোগ হয়েছে আলুপোস্ত আর আম! ঘড়িতে রাত ১১টা। বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ সেরে বেরোলেন সারা আলি খান, আদিত্য রায় কপূর। উপলক্ষ, তাঁদের আসন্ন ছবি ‘মেট্রো.... ইন দিনো’-র প্রচার। গঙ্গোপাধ্যায় বাড়ির আতিথেয়তায় মুগ্ধ দুই বলি তারা। ঝলমল করছে তাঁদের মুখ। “দাদার বাড়ির রান্না যেমন ভাল তেমনি ভাল পরিবারের প্রত্যেকে। ওঁর কাছ থেকে আমার ঠাকুমা শর্মিলা ঠাকুর, দাদু মনসুর আলি খান পটোডির ভালবাসার গল্প শুনলাম। মন ভরে গেল” আনন্দবাজার ডট কমকে বললেন সারা। তাঁর একপাশে হাসিমুখে সৌরভ। অন্য পাশে আদিত্য।

Advertisement

তখন রাত সোয়া ন’টা। বেহালার বীরেন রায় রোডের মা মঙ্গল চন্ডী ভবনের সামনে বৃষ্টি উপেক্ষা করে সংবাদমাধ্যমের ভিড়। আগে নিজের কালো গাড়িতে বাংলার ‘মহারাজ’, তার একটু পরেই সাদা বিএম ডাবলু-তে দুই বলিউড তারকা। কালো পোশাকে আদিত্য-সারা নামতেই গেটের সামনে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পাশেই সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের বাবার বাড়ি। সেখানে তখন জোর কদমে নাচের মহড়ায় ‘দীক্ষা মঞ্জরী’র ছাত্রীরা।বৃহস্পতিবারের রাত পোহালেই রথযাত্রা। নৃত্য প্রতিষ্ঠানের কর্ণধার এবং ওড়িশি নৃত্য শিল্পী ডোনার নির্দেশে শেষ মুহূর্তের প্রশিক্ষণে ব্যস্ত সবাই।

ছবি নিয়ে কী বললেন সারা-আদিত্য? নিজস্ব ছবি।

‘মেট্রো.... ইন দিনো’ ছবিতে চার জোড়া দম্পতির গল্প বলেছেন পরিচালক অনুরাগ বসু। তাঁদের অন্যতম জুটি সারা-আদিত্য। শুধু ছবি নয়, বাস্তবেও তাঁরা নাকি গাঢ় বন্ধুত্বে রয়েছেন। এমনই চর্চা ছড়িয়েছে বলিউডে। সবটাই কি ছবির প্রচারের খাতিরে? মুখে কুলুপ উভয়েরই।

Advertisement

আর কি গল্প হল ‘মহারাজ’-এর সঙ্গে?

মুখ খুললেন আদিত্য, “দাদা মানেই ক্রিকেট। ২২ গজের অনেক গল্প শুনলাম। শুনতে শুনতে গায়ে কাঁটা দিচ্ছিল।” তাঁকে প্রায় জোর করে থামিয়ে দিলেন সারা!বললেন, “আমার ঠাকুরদা ক্রিকেটার। ক্রিকেট আমার রক্তে। আজ ইডেনে গিয়েছিলাম। এই স্মৃতি মনে থেকে যাবে।”

সারা আলি খান-আদিত্য রায় কপূরকে নিয়ে নৈশভোজে সৌরভ। তদারকিতে নিরূপা গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

পরিচালক অনুরাগের সঙ্গে কাজের স্মৃতি? “অসাধারণ! অনুরাগদার মতো এত বড় মাপের পরিচালক আমাদের বেছেছেন, আমরা কৃতজ্ঞ”, উভয়ে বললেন।

‘মহারাজ’-এর জীবনীছবি আসছে। সারা, আদিত্যকে কি সুযোগ দেবেন? এই প্রশ্ন করা হয়েছিল সৌরভকে। হাসিমুখে জবাব দিলেন, “কাজ এগোচ্ছে। দেখা যাক, পরিচালক বিক্রম মোতওয়ানে কী বলেন।“ উৎসাহ লুকিয়ে রাখতে পারলেন না আদিত্য। জানালেন, তিনিও এই ছবির কথা শুনেছেন। অভিনয়ে অংশ নিতে পারলে গর্ব অনুভব করবেন। সঙ্গে সঙ্গে মাথা দুলিয়ে সায় সারার। মিষ্টি হেসে ছোট্ট উত্তর দিলেন, আমিও আছি।”

কথা ফুরোতেই গাড়ির ভিতরে তাঁরা। রাতের শহরের বুকে চিরে গাড়ি ছুটল নির্দিষ্ট গন্তব্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement