শাশ্বত-অগ্নিজিতার সাগর-লীলা

সাগর বেলায় সুন্দরীর সান্নিধ্যে কী করছেন শাশ্বত চট্টোপাধ্যায়? তাঁর আর যুবতীটির মাঝে খামোখা কেন হানা দিচ্ছেন দেবশঙ্কর হালদার? আর এই দুই পুরুষকে কী ভাবে অনায়াসে সামলে চলেছেন অগ্নিজিতা রায়?

Advertisement
শেষ আপডেট: ১৮ জুন ২০১৫ ১৭:৪৮
Share:

সাগর বেলায় সুন্দরীর সান্নিধ্যে কী করছেন শাশ্বত চট্টোপাধ্যায়? তাঁর আর যুবতীটির মাঝে খামোখা কেন হানা দিচ্ছেন দেবশঙ্কর হালদার? আর এই দুই পুরুষকে কী ভাবে অনায়াসে সামলে চলেছেন অগ্নিজিতা রায়?

Advertisement

সব প্রশ্নের উত্তর মিলবে অরিন্দম চক্রবর্তীর নতুন ছবি ‘বসন্ত এসে গেছে’ মুক্তি পেলে! এটাই নাকি হতে চলেছে বাংলার প্রথম সেক্স-কমেডি ছবি। সেই ছবির শুটিং উপলক্ষেই ভাইজাগের মনোরম সমুদ্রতটে খুনসুটিতে মাতলেন শাশ্বত আর দেবশঙ্কর। আর, মাঝে মাঝে একটু সময় বের করে পরিচালকের চাহিদা মতন টলিপাড়ার নবাগতা নায়িকা অগ্নিজিতার সঙ্গে ভালবাসার ভেলায় ভাসলেন শাশ্বত। সেই ছবি এ বার ধরা দিল আনন্দবাজারের ওয়েবসাইটে।

ছবি: সুতীর্থ চট্টোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement