শাবানায় মুগ্ধ সুফি সঙ্গীতশিল্পী সতীন্দ্র

শাবানার ব্যক্তিত্বে মোহিত পঞ্জাবি সুফি সঙ্গীতশিল্পী এবং কবি সতীন্দ্র সরতাজ। পঞ্জাবের শেষ মহারাজা দলীপ সিংহের জীবন নিয়ে হলিউড-ছবি ‘দ্য ব্ল্যাক প্রিন্স’-এ নাম ভূমিকায় অভিনয় করছেন সতীন্দ্র। এই ছবিতে দলীপ সিংহের মা মহারানি জিন্দ কাউরের ভূমিকায় রয়েছেন শাবানা আজমি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৫ ০০:০০
Share:

শাবানার ব্যক্তিত্বে মোহিত পঞ্জাবি সুফি সঙ্গীতশিল্পী এবং কবি সতীন্দ্র সরতাজ। পঞ্জাবের শেষ মহারাজা দলীপ সিংহের জীবন নিয়ে হলিউড-ছবি ‘দ্য ব্ল্যাক প্রিন্স’-এ নাম ভূমিকায় অভিনয় করছেন সতীন্দ্র। এই ছবিতে দলীপ সিংহের মা মহারানি জিন্দ কাউরের ভূমিকায় রয়েছেন শাবানা আজমি। অভিনয়ে নবাগত সতীন্দ্র জানিয়েছেন, শাবানা একজন লিভিং লেজেন্ড। তাঁর সঙ্গে কাজ করতে এসে প্রতি মুহূর্তেই তিনি কিছু না কিছু শিখছেন। অভিনয়ের খুঁটিনাটি নিয়ে শাবানা আজও সচেতন। তাঁর অভিনয়ের ব্যাপারেও শাবানা কড়া নজর রেখেছেন।

Advertisement

‘দ্য ব্ল্যাক প্রিন্স’-এ শাবানার স‌ংলাপ যদিও পঞ্জাবিতে, এ ছবির প্রায় পুরোটা জুড়ে রয়েছে ইংরেজি। অন্যান্য ভূমিকায় থাকছেন জ্যাসন ফ্লেমিং এবং আমান্ডা রুট। মহারাজা দলীপ সিংহের ভূমিকায় নিজেকে উপযুক্ত করে তুলতে বিপুল পরিশ্রম করছেন সতীন্দ্রও। নিজেকে চরিত্রের উপযোগী করে তুলতে ১০০টির উপর ছবি দেখেছেন তিনি। রপ্ত করেছেন ব্রিটিশ ভারতের আদব-কায়দা, উচ্চারণও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন