শেষ মুহূর্তে কী হয়েছিল সতীশের? ছবি: সংগৃহীত।
সতীশ শাহের মৃত্যুতে শোকাচ্ছন্ন বলিউড। বহু ছবি এবং হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪। ঠিক কী ভাবে মৃত্যু হয়েছে অভিনেতার, তা নিয়ে এ বার মুখ খুললেন সতীশের আপ্তসহায়ক রমেশ কডাতালা।
রমেশ জানান, শনিবার দুপুর দুটো-আড়াইটে নাগাদ মধ্যাহ্নভোজ করছিলেন বর্ষীয়ান অভিনেতা। তখনই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। রমেশ সংবাদমাধ্যমকে বলেছেন, “কাল দুপুরের খাওয়াদাওয়ার সময়ে ঘটনাটি ঘটে। এক গ্রাস খাবার মুখে তোলার পরেই অচেতন হয়ে পড়েন তিনি। আধ ঘণ্টা লেগে যায় অ্যাম্বুল্যান্স আসতে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।”
সতীশের অসুস্থতার খবর পেয়ে ছুটে এসেছিলেন তাঁর প্রতিবেশী অনুপও। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “রমেশ আমাকে ডাকার সঙ্গে সঙ্গে আমি সেখানে যাই। সতীশকাকা যাতে সুস্থ হয়ে ওঠেন সেই চেষ্টাই করছিলাম আমরা। খুব ভাল মানুষ ছিলেন উনি। বড় মনের শিল্পী ছিলেন। ওঁর খবর শুনে যে যাঁর কাজ ছেড়ে ছুটে আসেন।”
দীর্ঘ দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন সতীশ। গত ১৬ জুন কলকাতার একটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন হয়েছিল সতীশের। রমেশ বলেছেন, “তার পরে সব কিছু স্বাভাবিকই ছিল। সামান্য মূত্রনালির সংক্রমণ হয়েছিল। সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক চালু করে দেওয়া হয়েছিল।”
উল্লেখ্য, সতীশের মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন তাঁর দীর্ঘ দিনের বন্ধু পরিচালক অশোক পণ্ডিত। তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের দীর্ঘ দিনের বন্ধু সতীশ প্রয়াত হয়েছেন। কিডনি বিকল হয়ে ঘণ্টাখানেক আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমাদের ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত বেদনার খবর।’’