Entertainment News

চটজলদি খাবারের সঙ্গে আড্ডা, কোথায়? খোঁজ দিলেন সায়ন্তনী

চা, কফি বিভিন্ন ধরনের স্যান্ডউইচ, স্যালাডের পাশাপাশি থাকছে ঘরে তৈরি চকোলেট। ভোজনবিলাসীদের জন্য আদর্শ জায়গা হতে চলেছে বলে দাবি করলেন উদ্বোধনে উপস্থিত থাকা সায়ন্তনী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ১৬:০৯
Share:

সায়ন্তনী গুহঠাকুরতা।

বন্ধুত্বের আড্ডা। প্রেমের খুনসুটি। রাজনৈতিক তর্ক। এ সব কিছুই হতে পারে ক্যাফের টেবিলে। কলকাতায় ছড়িয়ে রয়েছে বেশ কিছু আয়েসী ক্যাফে। সেই তালিকায় যোগ হল একটি নতুন নাম। ‘উইসডম ট্রি’। শহরের নতুন ক্যাফে। সদ্য তার উদ্বোধনে হাজির ছিলেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা

Advertisement

এই ক্যাফের কর্ণধার সোনালী সরকার একে ‘হ্যাপিনেস ক্যাফে’ বলতে চান। কারণ পকেট ফ্রেন্ডলি দামে ভাল খাবারের প্রতিশ্রুতি তো রয়েইছে। সঙ্গে থাকবে ক্যাফে বিলাসীদের পছন্দের পরিবেশ।

চা, কফি বিভিন্ন ধরনের স্যান্ডউইচ, স্যালাডের পাশাপাশি থাকছে ঘরে তৈরি চকোলেট। ভোজনবিলাসীদের জন্য আদর্শ জায়গা হতে চলেছে বলে দাবি করলেন উদ্বোধনে উপস্থিত থাকা সায়ন্তনী। তিনি নিজেও খেতে ভালবাসেন। তাঁর মতে, চটজলদি খাবার সঙ্গে আড্ডার আদর্শ জায়গা এই নতুন ক্যাফেটি।

Advertisement

আরও পড়ুন, বিচ্ছেদের আশঙ্কায় ভুগতাম, স্বীকারোক্তি আলিয়ার

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন