সোহেলের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন সীমা। ছবি: সংগৃহীত।
সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীমা সজদেহ। তাঁকে প্রথম দেখা যায় নেটফ্লিক্সের পর্দায়, জনপ্রিয় ‘ফ্যাবুলাস লাইভ্স অফ বলিউড ওয়াইভ্স’-এ। তখনও তিনি সোহেলের স্ত্রী। এর পরে ধীরে ধীরে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন সীমা। সম্প্রতি বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তিনি।
সীমা আপাতত ছোটবেলার প্রেমিক বিক্রম আহুজার সঙ্গে সম্পর্কে রয়েছেন। শোনা যায়, বিক্রমের সঙ্গেই নাকি বাগ্দান হওয়ার কথা ছিল সীমার। তার আগেই সোহেলের সঙ্গে পালিয়ে যান সীমা। ফলে পরিণতি পায়নি সেই সম্পর্ক। অতীত ভুলে এখন বিক্রম ও সীমা ফের কাছাকাছি। কিন্তু, কোন কারণে দুই দশকের দাম্পত্যে ইতি টানেন সীমা ও সোহেল? তাঁর কথায়, “আমরা (সোহেল ও সীমা) খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম। আমার তখন মাত্র ২২। যত বড় হলাম, বুঝতে পারলাম আমাদের ভীষণ আলাদা। আমাদের ভাবনাচিন্তা বদলায়। অবশেষে বুঝি, আমরা স্বামী-স্ত্রীর থেকে বন্ধু হিসাবেই বেশি ভাল। প্রতিদিন ঝগড়া করার থেকে আলাদা হয়ে যাওয়া অনেক ভাল। বাড়ির পরিবেশ নষ্ট করতে চাইনি। খিটখিটে পরিবেশের থেকে আলাদা থাকা ভাল। দু’জনের সম্মতিতে স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে আলাদা হই। এখনও আমরা একটা পরিবার। আমার সন্তানদের বাবা সোহেল, এবং সেটা কোনওদিন বদলাবে না।”
তবে খুব সহজ ছিল না এই সিদ্ধান্ত নেওয়া। মানসিক চাপ সৃষ্টি হয়েছিল। সীমার কথায়, “কোনও মহিলাই বিচ্ছেদের স্বপ্ন দেখে না। আমি অবসাদে ভুগতে শুরু করি। হয়তো আমার সন্তানেরাও মানসিক লড়াই করছিল। বেশ কয়েক বছর ধরে ভেবে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা সঠিক সময়ের অপেক্ষা করছিলাম, বিশেষত বাচ্চাদের জন্য।”
বিচ্ছেদের পরে একা থাকতে গিয়ে অনেক রকমের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে সীমাকে। তবে প্রতিদিন অল্প অল্প করে শিখে তিনি নিজের জীবন নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন, জানান সীমা।