সেলফির সহজ পাঠ

ওবামা থেকে মোদী। রণবীর থেকে প্রিয়ঙ্কা। সবাই মজে সেলফিতে। সেরা সেলফির রেসিপি জানাচ্ছেন অরিজিৎ চক্রবর্তী।ওবামা থেকে মোদী। রণবীর থেকে প্রিয়ঙ্কা। সবাই মজে সেলফিতে। সেরা সেলফির রেসিপি জানাচ্ছেন অরিজিৎ চক্রবর্তী।

Advertisement
শেষ আপডেট: ০৮ জুন ২০১৫ ০০:৪১
Share:

সেলফি স্টিক থাকলে

Advertisement

ফোন সেলফি স্টিকে ভাল করে আটকান। স্টিক থেকে ফোন পড়ে গেলে সার্ভিস সেন্টারে ছুটতেই হবে

Advertisement

স্টিকে বড় জায়গা জুড়ে ছবি ওঠে। সবাই থাকতে চায় কি না, জেনে নিন

সেলফি স্টিকে ফোনের পিছনের প্রাইমারি ক্যামেরা ব্যবহার করতে পারেন। রেজোলিউশন ভাল হবে

নিয়ম মেনে চলুন। অনেক জায়গায় এখন সেলফি স্টিক ব্যানড। ছবি তোলার আগে সেটা দেখে নিন

ভিড়ে‌র মধ্যে সেলফি স্টিক বার করবেন না। সেলফি তুলতে অন্যের অসুবিধা তৈরি করবেন না

সেলফি স্টিক না থাকলে

ক্যামেরা সব সময় চোখের উচ্চতায় রাখুন। খুব নিচু থেকে ছবি তুলবেন না, তাতে ডাবল চিন দেখা যাবে

একটু দূর থেকে সেলফি তুলুন। কাছ থেকে তোলা সেলফি ডিসটর্ট হয়ে যায়

আলো যেন সামনের দিক থেকে আসে। ব্যাকলাইট যত কম হয় তত ভাল। কম আলোয় ফ্ল্যাশ ছাড়া প্রাইমারি ক্যামেরা ব্যবহার করুন

তবে আয়নায় সেলফি তুলবেন না। লোকে ‘আপনার’ সেলফি দেখতে চায়, ফোনের নয়

ইন্সটাগ্রাম-ফেসবুকে সেলফি পোস্ট করার আগে ছবিতে বিভিন্ন ফিল্টার ব্যবহার করুন

কয়েকটা দরকারি অ্যাপস

আফটারলাইট

ইন্সটাগ্রামের ফিল্টারে মন না ভরলে এই অ্যাপটা ব্যবহার করতে পারেন।
অনেক ফ্রেমও পেয়ে যাবেন এই অ্যাপে

ভিগনেট

ক্যামেরার এক্সপোজার, জুম, ফ্ল্যাশ— ম্যানুয়ালিই ব্যবহার করতে পারেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন