OTT platform

ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখতে ভালবাসেন? সুখবর! সেপ্টেম্বরেই মুক্তি পাচ্ছে একঝাঁক সিনেমা

২ সেপ্টেম্বরই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার এবং রাকুলপ্রীত অভিনীত ‘কঠপুতলি’। একজন মানসিক ভারসাম্যহীন খুনি এবং একাধিক খুন নিয়ে শুরু হচ্ছে এই সিনেমার গল্প।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

মুম্বই শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:০২
Share:

সেপ্টেম্বরেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে একাধিক সিনেমা।

আপনি যদি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখতে পছন্দ করেন, তবে আপনার জন্য সুখবর! সেপ্টেম্বর মাসেই সাতটি সিনেমার স্ক্রিনিং হতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে।

Advertisement

২ সেপ্টেম্বরই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার এবং রাকুলপ্রীত অভিনীত ‘কঠপুতলি’। এক জন মানসিক ভারসাম্যহীন খুনি এবং একাধিক খুন নিয়ে শুরু হচ্ছে এই সিনেমার গল্প। এক জন স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণ করে সেই খুনি। পুলিশের তরফে নিযুক্ত এক জন অফিসার এবং তাঁর টিমের সদস্যরা খুনের ঘটনাগুলির তদন্তে নামে। তারপরেই গল্পে দেখা যায় নতুন মোড়।

২ সেপ্টেম্বরের মুক্তি পেয়েছে কিচ্চা সুদীপ এবং জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনীত ‘বিক্রান্ত রোনা’। একটি গ্রামে রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে এগোয় এই সিনেমার গল্প। ছবির প্রধান চরিত্রে অভিনয় করা কিচ্চা সুদীপ একজন খামখেয়ালি পুলিশ অফিসার। এই পুলিশ অফিসারই গ্রামের রহস্যজনক ঘটনাগুলির পিছনে লুকিয়ে থাকা আসল সত্যকে উদ্‌ঘাটন করবে।

Advertisement

যাঁরা বড় পর্দায় ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ দেখে উঠতে পারেননি, তারা ৮ সেপ্টেম্বর থেকে ওটিটির পর্দায় এই সিনেমাটি দেখতে পারবেন। একাধিক খুন এবং সেগুলোকে কেন্দ্র করে একাধিক রহস্য— অর্জুন কপূর, জন আব্রাহাম, দিশা পাটানি অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’-এর মূল কাহিনি এটাই। এই সিনেমায় দু’টি একপাক্ষিক প্রেমের গল্পও রয়েছে। সিনেমাটি ৯ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে।

১৯৮৪ সালের শিখ দাঙ্গার উপর ভিত্তি করে তৈরি হয়েছে আলি আব্বাস জাফরের ‘যোগী’। মুখ্য ভূমিকায় দিলজিৎ দোসাঞ্জ। সিনেমায় দিলজিতকে এক শিখ যুবকের ভূমিকায় দেখা যাবে। ২৩ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে তমন্না ভাটিয়া অভিনীত ‘বাবলি’। সিনেমার পরিচালক মধুর ভান্ডারকর। তমন্না ভাটিয়া অভিনীত আর একটি ছবি ‘প্ল্যান এ প্ল্যান বি’ মুক্তি পাচ্ছে। এই সিনেমাটি পরিচালনা করেছেন শশাঙ্ক ঘোষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন