Shaan's Eid Celebration

ফেজ টুপি পরে শানের ইদের শুভেচ্ছা, সমাজমাধ্যমে কটাক্ষে জেরবার, পাল্টা জবাব দিলেন গায়ক

ইদের দিনে মাথায় ফেজ টুপি পরে নমাজ পড়ার ছবি দিয়ে আক্রমণের মুখে পড়েন শান। তা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছলে অবশেষে মুখ খুললেন গায়ক।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ১০:১৪
Share:

ইদের শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের শিকার শান, অবশেষে মুখ খুললেন গায়ক। ছবি: সংগৃহীত।

ইদের দিন সকালে সাদা পাজামা-পাঞ্জাবি, মাথায় ফেজ টুপি পরে নমাজ পড়ার ভঙ্গিমায় একটি ছবি দেন সঙ্গীতশিল্পী শান বন্দ্যোপাধ্যায়। শিল্পীর এই ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। লাগাতার প্রশ্নের মুখে পড়েন শিল্পী। হিন্দু ব্রাহ্মণের ছেলে হয়ে কী ভাবে তিনি নমাজ পড়লেন, সেই নিয়েই সমাজের নীতিপুলিশদের আপত্তি। লাগাতার কটাক্ষ, প্রশ্নবাণ ধেয়ে এসেছে তাঁর দিকে। অবশেষে তা নিয়ে মুখ খুললেন শান।

Advertisement

প্রথমে ভেবেছিলেন এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না। তবে পড়ে ভাবেন, কথা বলা দরকার। তবে কোনও সাফাই নয়, নিজের পক্ষের কথাটাই তুলে ধরলেন শিল্পী একটি ভিডিয়োর মাধ্যমে। শান ওই ভিডিয়োতে প্রশ্ন তোলেন, ‘‘কিছু দিন আগে আমি স্বর্ণমন্দিরে গিয়ে কাপড় দিয়ে মাথা ঢাকা ছবি দিয়েছিলাম। তখন কিন্তু কেউ প্রশ্ন তোলেননি যে, কেন তিনি শিখদের মতো আচরণ করছেন? তা হলে এখন এই প্রশ্ন কেন?’’

শানের সাফ কথা, ‘‘ছোটবেলা থেকেই তিনি যে এলাকায় বড় হয়েছেন, সেখানে খ্রিস্টান ও ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল অনেক বেশি। আমার মুসলিম বন্ধুও রয়েছে, কখনও তাঁদের আলাদা মনে হয়নি। আমি ভারতীয় হিন্দু, সব ধর্মের প্রতি সমান সম্মান জানাতে জানি। আমি এটাই বিশ্বাস করি এবং প্রত্যেক ভারতীয়েরও এতে বিশ্বাস করা উচিত। সঙ্কীর্ণতা ছেড়ে মুক্তমনা হন। বাকি আপনারা যা ভাল বোঝেন, করুন।’’

Advertisement

তবে নিজের ভিডিয়োতে বেশ কয়েক বার আক্ষেপ প্রকাশ করে শিল্পী বলেন, ‘‘আগে আমাদের চারপাশটা এমন ছিল না, দিন দিন যেন এই সব সঙ্কীর্ণ চিন্তা ছড়িয়ে পড়ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন