দূরদর্শনে শাহরুখের অ্যাঙ্কারিং ভিডিও ইন্টারনেটে ভাইরাল

দিল্লির এক ছাপোষা পরিবার। সেখান থেকে উঠে আসা একটি ছেলে। সেই ছেলেই যে বলিউডে দশকের পর দশক রাজত্ব করবেন কে জানত! রাতারাতি নয়, রীতিমতো পরিশ্রম করেই তিনি হয়ে উঠলেন বলিউডের বেতাজ বাদশা। শাহরুখ খান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ১৮:২৬
Share:

দিল্লির এক ছাপোষা পরিবার। সেখান থেকে উঠে আসা একটি ছেলে। সেই ছেলেই যে বলিউডে দশকের পর দশক রাজত্ব করবেন কে জানত!

Advertisement

রাতারাতি নয়, রীতিমতো পরিশ্রম করেই তিনি হয়ে উঠলেন বলিউডের বেতাজ বাদশা। শাহরুখ খান। এই নামেই বিভোর কাশ্মীর থেকে কন্যাকুমারী। এমন কী বিদেশও!

বছরের পর বছর বিভিন্ন লাস্যময়ী নায়িকার সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট। ঠিক হ্যামলিনের বাঁশিওয়ালার মতো শাহরুখ তাঁর দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের হলমুখী করেছিলেন (এখনও করছেন)। বস্ক-অফিসে চরম সফলতা। হল ‘হাউজফুল’ করে একের পর এক শাহরুখ অভিনীত ছবি ব্যবসা করে গিয়েছে। দর্শকদের মতো পরিচালক আর প্রযোজকদের পছন্দের নায়কের তালিকার প্রথমে তখন দিল্লির শাহরুখ খানেরই নাম।

Advertisement

ভিডিও: ইউ টিউব সৌজন্যে।

এখনও এক বাক্যে বি-টাউনের নাম্বার ওয়ান হিরোর আসন থেকে তাঁকে টলাতে পারেননি কেউই। পঞ্চাশের কোঠা পেরিয়েছে তাঁর বয়স। তবু হাটুর বয়সী নায়িকারা কিঙ্গ খানের সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন।

শাহরুখের সেই স্ট্রাগলের দিনগুলো শাহরুখ-ভক্তদের কাছে ভীষণ অনুপ্রেরণার। কেরিয়ারের শুরুর দিকে দূরদর্শনের বিভিন্ন অনুষ্ঠানে অ্যাঙ্কারিং করতে দেখা গিয়েছিল তাঁকে। একটি মিউজিক শোয়ে শাহরুখ অ্যাঙ্কারিং করছেন, এমন একটি ভিডিওই এখন ইন্টারনেটে ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে গায়ক কুমার শানুর নাম ঘোষণা করছেন মিস্টার খান। এই ভিডিও দেখতেই ইউ টিউবে ভিড় জমিয়েছেন ইন্টারনেট ইউজাররা।

আরও পড়ুন:পঞ্চাশ বছর পেরিয়েও রহস্যে ঘেরা ‘রুস্তম’, দেখুন ট্রেলার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement