শাহরুখ খানের বড়ছেলে আরিয়ান খানের অভিষেক ঘটছে বলিউডে। ছবি: সংগৃহীত।
প্রায় একই সঙ্গে বলিউডে অভিষেক ঘটতে চলেছে সইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান এবং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের। তবে আরিয়ানের পথ আলাদা। দীর্ঘ দিন ধরেই তাঁর চেহারায় শাহরুখের ছায়া পড়লেও ক্যামেরার সামনে আসতে চান না আরিয়ান। বরং পরিচালনার পথেই হাঁটতে চান একেবারে শুরু থেকে। সেই লক্ষ্যে পড়াশোনাও করেছেন তিনি। এ বার তাঁর কাহিনি ও পরিচালনায় ওটিটি সিরিজ় ‘ব্যা***ডস অফ বলিউড’ মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্স-এ। সম্প্রতি তার প্রচারে এসে ছেলের কথা জানালেন শাহরুখ খান।
প্রচার মঞ্চের যাবতীয় আলো নিজের দিকে টেনে শাহরুখ বলেন, “পরিচালনা এবং প্রযোজনার খুঁটিনাটি আরিয়ান শিখেছে আমেরিকার ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া থেকে। খুবই কাকতালীয় ভাবে ওর এই ছবি পরিচালনা করা। কোভিড না হলে...।”
শাহরুখ স্পষ্টই জানান, বড় ছেলে ছবি নির্মাণ নিয়ে পড়াশোনা শেষ করে কোথাও চাকরি করবে, এমনই ভেবেছিলেন তিনি। সেই মতো কথাও বলে ফেলেছিলেন নেটফ্লিক্স-এর সিইও টেড সারান্ডোজ় এবং সংস্থার চিফ কনটেন্ট অফিসার বেলা বাজারিয়ার সঙ্গে। শাহরুখ বলেন, “আমি তো টেড আর বেলার সঙ্গে কথা বলেই রেখেছিলাম, যাতে আরিয়ানকে ওঁরা নেটফ্লিক্সে একটা চাকরি দিয়ে দেন, কারও সহযোগী হিসাবে কাজ করুক।” কিন্তু ঠিক সেই সময়ই কোভিড ১৯ অতিমারি ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। দেশে ফিরে আসতে হল আরিয়ানকে। আর তার পরই নাকি কাহিনি নির্মাণ শুরু করেন, জানিয়েছেন শাহরুখ।
শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিস’-এর সঙ্গে নেটফ্লিক্স-এর সম্পর্ক বেশ ভাল। ইতিমধ্যেই শাহরুখ-গৌরীর প্রযোজনায় ‘লভ হস্টেল’, ‘ক্লাস অফ ৮৩’, ‘বার্ডস অফ ব্লাড’, ‘ডার্লিংস’ বা ‘বেতাল অ্যান্ড ভক্ষক’-এর মতো ছবি দেখা গিয়েছে ওই ওটিটি-তে। আরিয়ানের ছবিটিও মূলত গৌরীরই প্রযোজনা।
‘ব্যা***ডস অফ বলিউড’ আসলে বলিউডে ভাগ্যান্বেষী নবাগতের কাহিনি। আরিয়ান এই সিরিজ়ে নির্মাতা ও পরিচালক হিসাবে কাজ করেছেন। তাঁকে সহযোগিতা করেছেন বিলাল সিদ্দিকি এবং মানব চৌহান।