Entertainment News

২৬ বছর আগে আজকের দিনে কী ঘটেছিল শাহরুখের জীবনে?

আন্দাজ করুন তো, কেন ২৬ জুন বলিউড বাদশার জীবনে এতটা গুরুত্বপূর্ণ?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুন ২০১৮ ১৫:৫৬
Share:

শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

আজ শাহরুখ খানের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। আন্দাজ করুন তো, কেন ২৬ জুন বলিউড বাদশার জীবনে এতটা গুরুত্বপূর্ণ?

Advertisement

না! আজ তাঁর জন্মদিন নয়। তাঁর স্ত্রী বা সন্তানদেরও জন্মদিন নয়। বিবাহবার্ষিকী নয়। আসলে ব্যক্তিগত জীবনের কোনও বিশেষ ঘটনা এ দিন শাহরুখের জীবনে ঘটেনি। বরং তাঁর কেরিয়ারে আজকের দিনে একটা বিশেষ ঘটনা ঘটেছিল ২৬ বছর আগে।

আসলে ২৬ বছর আগে ১৯৯২ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের প্রথম ছবি ‘দিওয়ানা’। ফলে দীর্ঘ কেরিয়ারে ২৬ বছরের জার্নি কমপ্লিট করলেন কিঙ্গ খান। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে আবেগতপ্ত মেসেজও দিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন, মন পড়ে রয়েছে ছেলের কাছে, মুসৌরি থেকে বললেন রাহুল

শাহরুখ টুইট করেছেন, ‘ভালবাসা, খুশি, দুঃখ…সব কিছুই প্রকাশ করছি। আশা করছি কিছুটা হলেও আপনাদের হৃদয় স্পর্শ করতে পেরেছি। আশা করছি সারা জীবন এ ভাবেই আপনাদের হৃদয় স্পর্শ করে যেতে পারব…।’

১৯৮০র শেষের দিকে টেলিভিশন সিরিজ ‘ফৌজি’ দিয়ে অভিনয় শুরু করেছিলেন শাহরুখ। প্রথম ছবি ‘দিওয়ানা’ থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ‘বাজিগর’ ‘কুছ কুছ হোতা হ্যায়’ ‘দেবদাস’ ‘ডিয়ার জিন্দেগি’ ‘চক দে ইন্ডিয়া’ একের পর এক হিট ছবি তিনি উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। আজকের দিনে অনুরাগীরা তো বটেই তাঁকে শুভেচ্ছা জানাচ্ছে গোটা বলিউড। ‘’ & & ’रोशनी मेरी बहुत दूर तक जायेगी पर शर्त यह है की सलीखे से जलाओ मुझको ‘

১৯৮০র শেষের দিকে টেলিভিশন সিরিজ ‘ফৌজি’ দিয়ে অভিনয় শুরু করেছিলেন শাহরুখ। প্রথম ছবি ‘দিওয়ানা’ থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ‘বাজিগর’ ‘কুছ কুছ হোতা হ্যায়’ ‘দেবদাস’ ‘ডিয়ার জিন্দেগি’ ‘চক দে ইন্ডিয়া’ একের পর এক হিট ছবি তিনি উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। আজকের দিনে অনুরাগীরা তো বটেই তাঁকে শুভেচ্ছা জানাচ্ছে গোটা বলিউড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন