David Beckham in Mannat

মুম্বই ছাড়ার আগের রাতে শাহরুখের মন্নতে হঠাৎ গাড়ি নিয়ে কেন ঢুকলেন বেকহ্যাম?

শুক্রবার দেশে ফিরে যান বেকহ্যাম। তার আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ কেন মন্নতে ঢোকেন ফুটবল তারকা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৩ ১৩:১৪
Share:

(বাঁ দিকে) ডেভিড ব্যাকহাম, শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

ইংল্যান্ডের ফুটবল তারকা ডেভিড বেকহ্যামের ভারত সফর নিয়ে বলিউড তারকাদের উন্মাদনা চোখে পড়ার মতো। ভারতে এসেছিলেন ইউনিসেফের প্রচারদূত হিসাবে। গুজরাতে ইউনিসেফের কাজ সেরে মুম্বইয়ে পা রাখেন বেকহ্যাম। সে দিন ভারত বনাম নিউ জ়িল্যান্ডের ম্যাচ দেখেন ওয়াংখেড়েতে বসে। ম্যাচ শেষে বেকহ্যাম যান তারকা খচিত বলিউড পার্টিতে। মুম্বইয়ে নিজেদের বাড়িতে ফুটবল তারকার জন্য পার্টি রেখেছেন বলিউড অভিনেত্রী সোনম কপূর ও তাঁর শিল্পপতি স্বামী আনন্দ আহুজা। পার্টিতে ভিড় জমিয়েছিলেন বলিউডে একাধিক তারকাও। সেই তালিকায় ছিলেন অর্জুন কপূর, মালাইকা অরোরা, করিশ্মা কপূরের মতো তারকারা। পার্টি শুরু হওয়ার আগে বেকহ্যামকে স্বাগত জানাতে বাড়ির বাইরে আসেন সোনম ও আনন্দ। শুধু সোনমের বাড়িই নয়, মুম্বইয়ে বেকহ্যাম ঢুঁ মেরেছেন অনেক জায়গায়ই। শুক্রবার দেশে ফিরে যান বেকহ্যাম। তার আগে বৃহস্পতিবার রাতে মন্নতে ঢোকেন ফুটবল তারকা।

Advertisement

শাহরুখ খান আলাদা ভাবে নিজের বাড়িতে নিমন্ত্রণ জানান বেকহ্যামকে। ফুটবল তারকার জন্য বাড়িতে বিশেষ পার্টির বন্দোবস্ত করেন বাদশা। যদিও কারা উপস্থিত ছিলেন সেই পার্টিতে, কী কারণে এই পার্টি, সবটাই লোকচক্ষুর আড়ালেই রেখেছেন শাহরুখ। অন্য দিকে সোনম-আনন্দ বাড়ির অন্দরের পার্টির ছবি ভাইরাল সমাজমাধ্যমের পাতায়। সেই পার্টিতে বেকহ্যামকে ঘিরে ছিলেন বলিউডের তারকারা। কখনও দেখা গেল ফুটবল তারকার হাতে জড়ানো সাদা ফুলের মালা। কখনও আবার পানীয়ের গ্লাস। কখনও আবার তাঁকে জড়িয়ে ছবি তুললেন করিশ্মা। এ ছাড়াও মুম্বইয়ের মেটার অফিসে সারা আলি খানের সঙ্গে দেখা যায় ফুটবল তারকাকে। এক কথায় বেকহ্যামে ভারত সফরের প্রতিটা মুহূর্ত কাটল বেশ ব্যস্ততার মাঝেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement