প্রিয়ঙ্কার সঙ্গে সুন্দর মুহূর্ত কাটান শাহরুখ! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
প্রিয়ঙ্কা চোপড়া চিরকাল মনের খুব কাছাকাছি থাকবেন। অকপটে স্বীকার করেছিলেন শাহরুখ খান। পাশাপাশি অভিনেত্রীকে নানা তির্যক মন্তব্যের শিকার হতে হচ্ছে বলে দুঃখপ্রকাশও করেছিলেন তিনি।
‘ডন’ ছবিতে জুটি বেঁধেছিলেন দুই তারকা। ছবির সেটেও শাহরুখের প্রতি মুগ্ধতা নিয়ে কোনও রাখঢাক ছিল না প্রিয়ঙ্কার। তার পর থেকেই দু’জনের সম্পর্ক নিয়ে বলিউডে দীর্ঘ দিন নানা রকমের আলোচনা হয়েছে। একটা সময় পরে বলিউড ছেড়ে হলিউডে চলে গিয়েছেন প্রিয়ঙ্কা। শাহরুখের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ানোয় কটাক্ষের শিকার হতে হয়েছিল ‘দেশি গার্ল’কে। এই প্রসঙ্গে ক্ষোভপ্রকাশ করেছিলেন শাহরুখ।
বলিউডের বাদশা বলেছিলেন, “সবচেয়ে খারাপ লাগে, আমার সঙ্গে মহিলা কাজ করলেন এবং তার পরেই তাঁর দিকে প্রশ্ন তোলা হচ্ছে। আমি ওকে এবং অন্য মহিলাদের যে ভাবে সম্মান করি, তা প্রিয়ঙ্কাকে করা হচ্ছে না। এটা সত্যিই অসম্মানজনক। আমি সত্যিই দুঃখিত। এর অর্থ এই না যে আমি কিছু ভুল করেছি। আমি দুঃখিত, কারণ ও আমার বন্ধু।”
প্রিয়ঙ্কার সঙ্গে সম্পর্ক নিয়ে শাহরুখ আরও বলেছিলেন, “আমার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে ও অন্যতম। ও আমার মনের কাছের একজন মানুষ, আগামী দিনেও তাই থাকবে।” কাজ করতে গিয়ে নানা রকমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু অহেতুক গুঞ্জনের জন্য সেই সম্পর্কগুলি খারাপ হয়ে যায় বলেও জানিয়েছিলেন শাহরুখ। অভিনেত্রীকে নিয়ে তিনি বলেছিলেন, “ও একটা ছোট্ট মেয়ে। মিস ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ড থেকে ওর সফর শুরু, তার পরে আমার সঙ্গে কাজ। ক্যামেরার সামনে ও পিছনে, দুই ক্ষেত্রেই আমরা খুব ভাল কিছু মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি। তাই বন্ধুত্বে ভাটা পড়লে বন্ধু হিসাবেই আমার খুব খারাপ লাগে।”