‘ফাদারহুড’ এনজয় করছেন শাহরুখ খান

শোবিজের জন্য তাঁকে স্টারডম বজায় রাখতেই হয়। কিন্তু তার বাইরে একেবারেই ঘরোয়া ভাবে জীবন কাটাতে পছন্দ করেন শাহরুখ খান। সময় পেলে দু’বছরের আব্রামের সঙ্গে বসে কার্টুন দেখাও তাঁর পছন্দের অবসর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৫ ১৯:১৫
Share:

শোবিজের জন্য তাঁকে স্টারডম বজায় রাখতেই হয়। কিন্তু তার বাইরে একেবারেই ঘরোয়া ভাবে জীবন কাটাতে পছন্দ করেন শাহরুখ খান। সময় পেলে দু’বছরের আব্রামের সঙ্গে বসে কার্টুন দেখাও তাঁর পছন্দের অবসর।

Advertisement

জানেন কি কোন কার্টুন পছন্দ করে আব্রাম? টুইটারে এ প্রশ্ন করেছিলেন এক শাহরুখ ভক্ত। তার উত্তরে শাহরুখ জানিয়েছন, ‘ছোটা ভীম আর মোঙ্গলি’। টিভিতে এই দু’টো কার্টুন চললে সেখান থেকে আব্রামকে সরানো মুশকিল। সে আর তখন কিছুই করবে না।

তিন সন্তানের বাবা হয়ে আগের থেকে এখন অনেক পরিণত কিং খান। এনজয় করছেন নিজের ফাদারহুড। তাই টুইটে তিনি জানিয়েছেন, ‘বাবার পাশে বোস। বোঝার চেষ্টা কর তিনি কী চাইছেন, কেন চাইছেন। দেখবে বাবাও তোমাকে বুঝতে পারছেন।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement