শাহরুখ একে মিস করলেই আবার কাছে ডেকে নেন, কে সে?

শাহরুখ খানও তাকে মাঝে মাঝে মিস করেন। তবে সমস্যা নেই। মিস করলেই তাকে ফের নিজের কাছে সাদরে ডেকে নেন। দিন কয়েকের অপেক্ষার পর আবার সে এসে ধরা দেয় কিঙ্গ খানের কাছে। কী ভাবে জানেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৬ ১৬:০৭
Share:

শাহরুখ খানও তাকে মাঝে মাঝে মিস করেন। তবে সমস্যা নেই। মিস করলেই তাকে ফের নিজের কাছে সাদরে ডেকে নেন। দিন কয়েকের অপেক্ষার পর আবার সে এসে ধরা দেয় কিঙ্গ খানের কাছে।

Advertisement

কী ভাবে জানেন?

শাহরুখের কথায়, ‘‘ও তো আমারই। যখনই মনে হয়, ওকে মিস করছি, ওকে দরকার, ডেকে নিই।’’

Advertisement

কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল সে কে? তাকে আবার ‘শি’ বলে উল্লেখ করছেন নায়ক। তা হলে তিনি কি কোনও মহিলা?

শুনলে অবাক হবেন, এই ‘শি’ কোনও মহিলা নন। এমনকী জীবন্তও কেউ নন।

তা হলে?

দাড়ি। হ্যাঁ, ঠিকই পড়লেন। মাঝে মাঝে ক্লিন শেভস অবস্থায় ‘দাড়ি’ মিস করেন শাহরুখ। আর তখনই নাকি তাকে ডেকে নেন! অর্থাত্ আবার দাড়ি রাখতে শুরু করেন এসআরকে।

আরও পড়ুন, ‘আই অ্যাম নট আ সেক্স মেশিন’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement