Entertainment News

স্পেশ্যাল ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন শাহরুখ

প্রথম ছবিতে শাহরুখের সঙ্গে রয়েছেন কাজল ও রানি মুখোপাধ্যায়। ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘কভি খুশি কভি গম’-এ স্ক্রিন শেয়ার করেছিলেন তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৭ ১৩:৪৫
Share:

শাহরুখের শেয়ার করা সেই ছবি।— ইনস্টাগ্রামের সৌজন্যে।

মানডে ব্লুজ?

Advertisement

সবে পুজো শেষ হয়েছে। এখনও তার রেশ লেগে রয়েছে আপাদমস্তক। তার ওপর আজ আবার গাঁধী জয়ন্তী। ফলে জাতীয় ছুটির দিন। তা সত্ত্বেও যাঁদের কাজে বেরতে হয়েছে, তাঁরা নেহাতই এখনও ছুটির মুডে। কাজে মন নেই অনেকেরই। এ হেন সময় মন ভাল করে দিলেন শাহরুখ খান। কয়েক জন নায়িকার সঙ্গে তাঁর ছবির কোলাজ শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখে খুশি অনুরাগীরা।

আরও পড়ুন, ‘দশমীর দিনে আগমন’

Advertisement

প্রথম ছবিতে শাহরুখের সঙ্গে রয়েছেন কাজল ও রানি মুখোপাধ্যায়। ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘কভি খুশি কভি গম’-এ স্ক্রিন শেয়ার করেছিলেন তাঁরা। দ্বিতীয় ছবিতে শাহরুখের সঙ্গে রয়েছেন শ্রীদেবী, করিশ্মা কপূর ও আলিয়া ভট্ট।

আরও পড়ুন, যেন ‘পিঙ্ক’-এর বিপরীত, ‘না’ মানে ‘না’ নয়, বলল হাইকোর্ট

ছবির ক্যাপশনে শাহরুখ লিখেছেন ‘কোনও কোনও রাতে আকাশের তারার থেকেও বেশি ঝলমল করে পাশে থাকা তারারা। তোমাদের সৌন্দর্য ও ভালবাসার জন্য ধন্যবাদ।’’ &

&

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement