Shahrukh Khan

ফের ডক্টরেট উপাধি পাচ্ছেন কিঙ্গ খান

সফল অভিনেতা তিনি। ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার-উপাধি। নামের সঙ্গে আগেই বেশ কয়েক বার যুক্ত হয়েছে ডক্টরেট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৬ ১১:৫২
Share:

সফল অভিনেতা তিনি। ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার-উপাধি। নামের সঙ্গে আগেই বেশ কয়েক বার যুক্ত হয়েছে ডক্টরেট। কিন্তু নতুন খবর হল, কিঙ্গ খান ফের ডক্টরেট উপাধি পাচ্ছেন। এ বার তাঁকে ডক্টরেট উপাধি দিচ্ছে হাদরাবাদের জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়।এই উপাধি নিতে সোমবার হায়দরাবাদ যাচ্ছেন এসআরকে।

Advertisement

আরও পড়ুন: রিল লাইফ জুটি এখন রিয়েলেও ডেট করছেন!

শাহরুখের মায়ের জন্ম এই হায়দরাবাদেই। মায়ের জন্ম-শহর এই উপাধি দেওয়ায়, বিষয়টি তাঁর কাছে খুব ‘স্পেশ্যাল’ বলেও জানিয়েছেন তিনি। ওই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর হাত থেকেই এই সম্মাননা নেবেন শাহরুখ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement